শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Gold Rate: সোনা কেনার সুবর্ণ সুযোগ! ৪০০০ টাকা কমে গেল স্বর্ণের দাম।

Updated on:

The Price of Gold Decreased by 4000 Rupees: মহিলা থেকে শুরু করে পুরুষ সবাইরে শোনার প্রতি একটি বিশেষ আকর্ষণ রয়েছে। অনেকে সোনাকে অলংকার হিসেবে ব্যবহার করে আবার অনেকেই এটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ রূপে ব্যবহার করে থাকে। সম্প্রতি সোনার দামে পতন ঘটেছে ৪ হাজার টাকা কমে গিয়েছে সোনার দাম তাই এখন যদি আপনি সোনা ক্রয় করেন তাহলে সস্তায় সোনার অলংকার এবং সোনার দ্রব্য কিনতে পারবেন।

বাজেটের পর সোনার দাম পরিবর্তন

২০২৪ এ বাজেট ঘোষণার সময় মাননীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন সোনা এবং রুপোর থেকে শুল্কের পরিমাণ ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে। বাজেটে এই ঘোষণার পরেই সোনার দামে বিরাট পতন ঘটে। এই সময় সোনার দাম কমে গিয়ে ৬৭ হাজার টাকায় পৌঁছেছিল।

অবশ্যই পড়ুন: সোনার ওজন ও বিশুদ্ধতা পরিমাপ! ১০ গ্রাম= কত ভরি সোনা? কোন ক্যারেট সোনা সবথেকে বেশি খাঁটি?

গত এক মাসে সোনার দামে পরিবর্তন

বিগত ১ মাসের সোনার দাম প্রায় ৪ হাজার টাকা কমেছে। গত ১৮ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত সোনার দাম চার হাজার টাকা কমেছে। জুলাই মাসের ১৮ আগস্ট ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৪,৬৩৮ টাকা যা বর্তমানে ১৮ আগস্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭১,৩৯৫ টাকায়। এর ফলে বর্তমানে অনেকেই সোনা কিনতে শুরু করে দিয়েছেন কারণ কয়েক বছরের মধ্যে সোনার দাম আরো বৃদ্ধি পেতে চলেছে।

গত এক সপ্তাহে সোনার দামে পরিবর্তন

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (MCX) সূত্র অনুসারে এক সপ্তাহের সোনার দাম খানিকটা বৃদ্ধি পেয়েছে। গত ১৬ ই আগস্ট এর আগে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭০,২৭৯ টাকা। তবে সোনার দাম বৃদ্ধি পেয়ে ১৮ ই আগস্টে দাঁড়িয়েছে ৭১,৩৯৫ টাকা।

অবশ্যই পড়ুন: ডিজিটাল সোনা নাকি সোনার গহনা! কোনটিতে পাবেন বেশি লাভ, বিনিয়োগের আগে অবশ্যই জেনে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।