T20 World Cup 2024 Prize Money: ২০টি দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। এবারের ফাইনালে যে দুটি দল গিয়েছে সেই তার মধ্যে আমাদের ভারত রয়েছে। এবারে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকা। ফাইনাল খেলাটি সংগঠিত হচ্ছে আজকে অর্থাৎ ২৯ শে জুন ২০২৪ শনিবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দলটি বিজয়ী হবে সেই দলটি তো মোটা অংকের টাকা পাচ্ছেই তার সঙ্গে যে দলটি রানার্স আফ হবে সেই দলটিও মোটা অংকের টাকা পাবে এর সঙ্গে ২০ নম্বর দলটিও পুরস্কার পাবে। আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন T20 বিশ্বকাপের প্রাইজ সম্পূর্ণ তালিকাটি।
T20 বিশ্বকাপের প্রাইজ তালিকা
২ই জুন থেকে শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের নিচের লিস্ট থেকে দেখে নিন T20 বিশ্বকাপ কোন স্থান অধিকারী দল কত টাকা পেতে চলেছে।
- এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল প্রথম স্থান অধিকার করবে অর্থাৎ ফাইনালে বিজয়ী হবে সেই দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৩৬ কোটি টাকা।
- এরপর যে দল ফাইনালে পরাজিত হবে অর্থাৎ রানার্স আপ হবে সেই দল তবে ১.২৪ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৬৪ কোটি টাকা।
- এর পরবর্তী যে দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে সেই দুটি দলকেও মোটা টাকা দেওয়া হবে। সে দুটি দলকে ৭৮৭,৫০০ ডলার দেওয়া হবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬.৫৪ কোটি টাকা।
- এরপর দ্বিতীয় রাউন্ড থেকে আউট দলগুলিকে 3.17 কোটি টাকা দেওয়া হবে।
- ৯ স্থান অধিকার থেকে ১২ স্থান অধিকার পর্যন্ত যে দলগুলি রয়েছে সেই দলগুলিকে ২.০৫ কোটি টাকা দেওয়া হবে।
- এর পরবর্তী ১৩ তম স্থান থেকে ২০ তম স্থান পর্যন্ত যে দলগুলি রয়েছে সে দলগুলিকে ১.৮৭ কোটি টাকা দেওয়া হবে।
- প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী দলগুলিকে ২৫.৮৯ লক্ষ টাকা দেওয়া হবে।
আইপিএল প্রাইস তালিকা » IPL 2024 Cash Prize: কত টাকা ক্যাশ প্রাইজ পেল ফাইনাল বিজয়ী KKR! কত টাকা পেল SRH।
এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇