শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Dairy Farm Business: দুগ্ধ খামার ব্যবসা শুরু করে প্রতিমাসে ১ লাখ টাকা আয় করুন! রইল সম্পূর্ন পদ্ধতি

Updated on:

Small Dairy Farm Business Ideas In Bengali: আপনি যদি এমন কোন ব্যাবসা শুরু করার কথা ভাবছেন, যেখান থেকে আপনি প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন, তাহলে দুগ্ধ খামার ব্যবসা (Dairy Farm Business) শুরু করতে পারেন। আপনি শুরুতে পাঁচ থেকে দশটি মহিষ বা গরু কিনে এই ব্যাবসা শুরু করতে পারবেন। এতে আপনাদের কত টাকা বিনিয়োগ করতে হবে? কিভাবে ব্যাবসাটি শুরু করবেন? এবং এর থেকে কত টাকা আয় করতে পারবেন? এই বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। 

দুগ্ধ খামার ব্যবসা কিভাবে শুরু করবেন? (How To Start A Small Dairy Farm Business) 

একটি ছোট দুগ্ধ খামার ব্যবসা ( Small Dairy Farm Business) শুরু করার জন্য আপনাকে প্রথমে ৫ থেকে ১০ টি মহিষ বা গরু কিনতে হবে। আপনি চাইলে পরে এর পরিমান আরো বাড়াতে পারে। মহিষ বা গরু কিনার সময় খেয়াল রাখতে হবে যে, ভালো জাতের হয় এবং প্রতিদিন ১০ লিটার পর্যন্ত দুগ্ধ দেয়। এরপর আপনাকে রাখার জন্য একটি খামার তৈরি করতে হবে। 

মহিষ বা গরুর জন্য আপনাকে প্রতিদিন যথেষ্ট পরিমাণ খাবার যোগান দিতে হবে। আপনি যদি গ্রাম্য এলাকায় বাস করেন, তাহলে খুব সহজেই খাবার যোগান দিতে পারবেন। এখানেই শেষ নয়, আপনাকে প্রতিদিন দুগ্ধ বিক্রি করতেও হবে। আপনি চাইলে বাজারে যে দুগ্ধ সাপ্লাই দিয়ে থাকে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তাকে বিক্রি করতে পারেন। দুধের পরিমাণ বেশি হলে আপনাকে বাইরে চালান দিতে হবে।

আরও পড়ুন » Village Business Idea – প্রতিমাসে ২০,০০০ টাকা আয়! গ্রামের জন্য সেরা ৫টি ব্যাবসার পরিকল্পনা।

এই ব্যাবসার জন্য কতো টাকা বিনিয়োগ করতে হবে? 

আপনি ভারতে সাধারণত ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে একটি ভালো জাতের মহিষ বা গরু কিনতে পারবেন। অর্থাৎ ৫ থেকে ১০ টি মহিষ বা গরু কেনার জন্য আপনার ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত লাগবে। এরসঙ্গে আরও খামার তৈরির খরচ এবং মহিষ বা গরুর খাবারের খরচ রয়েছে। গ্রাম্য এলাকায় নূন্যতম খরচেই খাবার যোগান দিতে পারবেন। আপনি সবকিছু ভালো মূল্যে জোগাড় করতে পারলে ৩-৪ লাখ টাকার মধ্যেই এই ব্যাবসা শুরু করতে পারবেন।

প্রতিমাসে ১ লাখ টাকা আয় হবে 

আপনি যদি প্রথমে ৫ থেকে ১০ টি গরু বা মহিষ নিয়ে এই ব্যাবসা শুরু করেন, তাহলে খুব সহজেই প্রতিমাসে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আপনি যদি ধীরে ধীরে দুগ্ধ খামার ব্যাবসা (Dairy Farm Business) বাড়াতে পারেন, তাহলে এর থেকে প্রতিমাসে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করতেও পারবেন।

আরও পড়ুন » Business Idea: মাত্র ৯০০ টাকাই এই মেশিন কিনে ব্যাবসা শুরু করুন! প্রথম মাস থেকেই হবে ইনকাম।

এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।