September 2024 Bank Holiday List: আগস্ট তোমার শেষ হতে আর হাতেগোনা কয়েকদিন বাকি, এরপরই শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। প্রত্যেক মাসেই আমাদের সকলেরই একবার হলেও ব্যাংকে যেতে হয়, কিন্তু ব্যাংকে গিয়ে আপনি যদি দেখেন যে ব্যাংকে তালা ঝুলছে তাহলে খুব সমস্যায় পড়তে হয়। কিন্তু এই সমস্যা আপনি তখনই এড়াতে পারবেন যখন আপনি আগে থেকেই জেনে রাখবেন যে চলতি মাসে কত দিন ব্যাং বন্ধ থাকবে। তাই আজকের এই প্রতিবেদনে আগত সেপ্টেম্বর মাসে কত দিন ব্যাংক বন্ধ থাকবে তার তালিকা প্রস্তুত করা হয়েছে।
সেপ্টেম্বর মাসে ব্যাংকের তালিকা
আগামী সেপ্টেম্বর মাসে পুরো দেশ জুড়ে ১৫ দিন ব্যাংক বন্ধ রয়েছে, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি গুলিও যুক্ত রয়েছে। কোন তারিখে এবং কোন বারে কি কারণে ব্যাংক বন্ধ থাকছে নিচের তালিকাতে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে দেওয়া রয়েছে।
অবশ্যই পড়ুন: কতদিন লেনদেন না করলে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায়, অবশ্যই জেনে নিন।
সেপ্টেম্বর মাসে ব্যাংক বন্ধের তালিকা | |||
নং | ব্যাংক বন্ধের তারিখ | ব্যাংক বন্ধের বার | ব্যাংক বন্ধের কারন |
১) | ০১/০৯/২০২৪ | রবিবার | মাসের শুরুতেই রবিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে। |
২) | ০৪/০৯/২০২৪ | বুধবার | এই দিন শুধুমাত্র গুয়াহাটিতে ধর্মীয় উৎসবের কারণে ব্যাংক বন্ধ থাকবে। |
৩) | ০৭/০৯/২০২৪ | শনিবার | গণেশ চতুর্থী উপলক্ষে দেশের একাধিক রাজ্যে এই দিন ব্যাংক বন্ধ থাকবে। |
৪) | ০৮/০৯/২০২৪ | রবিবার | এই দিন রবিবার। ফলে সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। |
৫) | ১৪/০৯/২০২৪ | শনিবার | এদিন দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে। |
৬) | ১৫/০৯/২০২৪ | রবিবার | রবিবারের কারণে সাপ্তাহিক ছুটি থাকবে। |
৭) | ১৬/০৯/২০২৪ | সোমবার | শুধুমাত্র বেঙ্গালুরু, আমেদাবাদ, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল ও জম্মুতে বারাওয়াফতের জন্য ব্যাংক বন্ধ থাকবে। |
৮) | ১৭/০৯/২০২৪ | মঙ্গলবার | এই দিন গ্যাংটক ও রায়পুর ব্যাংক বন্ধ থাকবে কারণ এই দিন মিলাদ-উল-নবী। |
৯) | ১৮/০৯/২০২৪ | বুধবার | এই দিনও গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে। |
১০) | ২০/০৯/২০২৪ | শুক্রবার | এই দিন জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। |
১১) | ২১/০৯/২০২৪ | শনিবার | শ্রী নারায়ণগুরুর সমাধি দিবস উপলক্ষে এই দিন একাধিক রাজ্য ব্যাংক বন্ধ থাকবে |
১২) | ২২/০৯/২০২৪ | রবিবার | রবিবারের কারণে সাপ্তাহিক ছুটি থাকবে।। |
১৩) | ২৩/০৯/২০২৫ | সোমবার | জম্মু ও কাশ্মীরে মহারাজা হরি সিংহের জন্মদিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকিবে। |
১৪) | ২৮/০৯/২০২৪ | শনিবার | যেহেতু এই দিন সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার তাই এই দিন সমস্ত রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে। |
১৫) | ২৯/০৯/২০২৪ | রবিবার | সেপ্টেম্বর মাসের শেষ রবিবারের কারণে দেশ জুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। |
আরও পড়ুন » Safest Bank: ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাংক, যেখানে টাকা রাখলে চিন্তা নেই- স্পষ্ট জানালো আরবিআই।
এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇