শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Savings Account: স্টেট ব্যাঙ্ক, পোস্ট অফিস নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস একাউন্টে কোথায় বেশি সুদ মিলবে।

Updated on:

SBI vs PNB vs Post Office Savings Account: বর্তমান সময়ে প্রত্যেক ব্যক্তি সেভিংস একাউন্ট রয়েছে। কারণ আজকের দিনে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা শুরু করে গরিব মানুষদের বিভিন্ন প্রকল্পের টাকা এবং চাকরিজীবীদের বেতন সবকিছু ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। তাই প্রত্যেকেই সেভিংস একাউন্ট বিভিন্ন ব্যাংকে ওপেন করে থাকে। কিন্তু সেভিংস একাউন্টের ক্ষেত্রে আমরা সকলেই জানি ব্যাংক বেশি সুদ দেয় না তাই আমরা যদি আমাদের টাকা সঠিক জায়গায় না রাখি তাহলে ভবিষ্যতে আমাদের টাকার ভ্যালুয়েশন কমে যাবে। দেশের সবচেয়ে বৃহত্তম ২টি ব্যাংক হল স্টেট ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই দুটি ব্যাংকের সঙ্গে পোস্ট অফিসের সেভিংস একাউন্টের তুলনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।

স্টেট ব্যাংকের সেভিংস একাউন্টে সুদের পরিমাণ

আপনি যদি আপনার উপার্জিত অর্থ স্টেট ব্যাংকের সেভিংস একাউন্টে জমা রাখেন তাহলে আপনি স্টেট ব্যাংকের সেভিংস একাউন্ট থেকে ২.৭০ শতাংশ হারে সুদ পাবেন।

আরোও পড়ুন » Bandhan Bank Savings Account: বন্ধন‌ ব্যাংকের সেভিংস একাউন্টে পাবেন ৭ শতাংশ সুদ! জানুন একাউন্টের খুঁটিনাটি।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস একাউন্টে সুদের পরিমাণ

আপনি যদি দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্য আপনার টাকা ও আপনার পরিবারের সদস্যের টাকা জমা রাখেন সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস একাউন্টে সুদ পাবেন ২.৭৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত।

পোস্ট অফিসের সেভিংস একাউন্টে সুদের পরিমাণ

বর্তমানে আপনি যদি পোস্ট অফিসের সেভিংস একাউন্টে টাকা রাখেন তাহলে আপনি আপনার জমানো টাকার উপর ৪ শতাংশ হারে সুদ।

স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার পর্যবেক্ষণ করলে দেখা যাবে আপনি যদি পোস্ট অফিসে সেভিংস একাউন্টে টাকা রাখেন তাহলে আপনি অধিক পরিমাণ সুদ পাবেন। তাই অবশ্যই আপনার যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট না থাকে তাহলে অতি সত্তর পোস্ট অফিসে গিয়ে সেভিংস একাউন্ট ওপেন করে নিন।

অবশ্যই পড়ুন » Post Office Account Opening Form: পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে চান? এইভাবে ডাউনলোড করুন আবেদন ফর্ম।

এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।