শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI SCSS: স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১ লাখ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন, দেখে নিন হিসাব।

Updated on:

SBI Senior Citizen Saving Scheme 1 lakh deposit Return Calculation: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের দুর্দান্ত সুদ সহ একাধিক স্কিম অফার করে থাকে। স্টেট ব্যাংকের এমনই একটি জনপ্রিয় স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। মূলত সিনিয়র সিটিজেনদের জন্য ডিজাইন করা হয়েছে এই স্কিম এই স্কিমে আপনি ৮. ২০ শতাংশ হারে সুদ পাবেন। আপনি যদি স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা জমা রাখেন তাহলে ৫ বছর পর কত টাকা রিটার্ন পাবেন সমস্ত কিছু ক্যালকুলেশনের সহিত দেখে নিন।

স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম

স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এক্ষেত্রে ১০০০ টাকার পরবর্তী ১০০০ এর গুণিতকে টাকা জমা করতে হবে। স্টেট ব্যাংকের মেয়াদ হলো ৫ বছর কিন্তু আপনি চাইলে এটাকে আরোও ৩ বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন। এই স্কিমে ৮.৩০ শতাংশ হারে সুদ পাবেন।

কারা একাউন্ট খুলতে পারবেন

এবার দেখে নেওয়া যাক স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একাউন্ট খোলার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন।

  • একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি অর্থাৎ ব্যক্তির বয়স যদি ৬০ বছর হয় তাহলেই ভারতের যেকোনো সাধারণ ব্যক্তি স্টেট ব্যাঙ্কের এই স্কিমে একাউন্ট খুলতে পারবেন।
  • সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তি যদি ৫০ বছরের মধ্যে অবসর নেই তাহলে ৫০ বছরের পর থেকেই তারা এই স্কিমে একাউন্ট খুলতে পারে।
  • কোন ব্যক্তি যদি চাকরি থেকে ৫৫ বছর বয়সেই অবসর গ্রহণ করে তাহলে ৫৫ বছরের পর থেকেই এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে।
  • স্টেট ব্যাংকের এই স্কিমে আপনি সিঙ্গেল একাউন্ট এবং যৌথ বা জয়েন্ট একাউন্টও খুলতে পারেন।

আরোও পড়ুন » SCSS 2024: পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, প্রতিমাসে ২০ হাজার টাকার বেশি আয় করার সুযো

লক্ষ টাকা রাখলে কত রিটার্ন পাবেন

আপনি যদি স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এককালীন ১ লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি ৫ বছরে ৮.২০ শতাংশ সুদের হারে মোট সু্দ পাবেন ৪১,০০০ টাকা অর্থাৎ আপনি ৫ বছর পর সুদসহ মোট রিটার্ন পাবেন ১ লক্ষ ৪১ হাজার টাকা

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আবেদন প্রক্রিয়া

স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক বা স্টেট ব্যাংকের শাখায় যোগাযোগ করতে এরপর সেখান থেকে এই স্কিমে আবেদন করার ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড ছবি সহ জমা করতে হবে। আপনি কত টাকা ডিপোজিট করতে চাইছেন, কাকে নমিনি রাখবেন সমস্ত কিছু অত্যন্ত গুরুত্ব দিয়ে ফিলাপ করবেন।

স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন স্কিমে একাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করুন » Download From

অবশ্যই পড়ুন » SCSS: বৃদ্ধ বয়সে আর টাকার চিন্তা করতে হবে না! পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা করে পাবেন দুর্দান্ত রিটার্ন।

এই ধরনের রোজগার সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।