SBI Savings Account Interest Rate and All Rules: বর্তমানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ প্রত্যেকেরেই ব্যাংকে সেভিংস একাউন্ট রয়েছে। দেশের বেশিরভাগ মানুষের সেভিংস একাউন্ট স্টেট ব্যাংকে রয়েছে। কারণ স্টেট ব্যাংক দেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক। এই ব্যাংকের শাখা গ্রাম থেকে শহরে সর্বত্র ছড়িয়ে রয়েছে। আজকের এই প্রতিবেদনে স্টেট ব্যাংকের সেভিংস একাউন্টের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।
SBI Savings Account: স্টেট ব্যাংকের সেভিংস একাউন্ট
দেশের যেকোনো প্রাপ্ত বয়স্ক নাগরিক খুব সহজেই স্টেট ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে পারবে। স্টেট ব্যাংকে শাখা থেকে বা স্টেট ব্যাংক থেকে সরাসরি কোন ঝামেলা ছাড়াই ১ দিনের মধ্যে একাউন্ট ওপেন করা যায়। এছাড়াও স্কুল পড়ুয়া ও বাচ্চার নামেও সেভিংস একাউন্ট ওপেন করতে পারবেন সেক্ষেত্রে ওই বাচ্চার একাউন্টটি মাইনর একাউন্ট হবে।
SBI Savings Account Interest Rate: সুদের পরিমাণ
স্টেট ব্যাংকে একাধিক ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু স্টেট ব্যাংকের সকল সেভিংস একাউন্টেই আপনি ২.৭০ শতাংশ সুদ পাবেন। স্টেট ব্যাংকের সেভিংস একাউন্টে শুধু আপনি প্রতি বছরে পাবেন।
সেভিংস একাউন্টের ধরন | সুদের পরিমাণ |
---|---|
Savings Bank Account | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
Basic Savings Bank Deposit Account | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
Basic Savings Bank Deposit Small Account | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
Savings Plus Account | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
Savings Account for Minors | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
Insta Plus Video KYC Savings Account | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
Resident Foreign Currency Domestic Account | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
Motor Accidents Claim Account (MACT) | ২.৭০ শতাংশ, প্রতিবছর |
SBI Savings Account Minimum Balance: ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ
স্টেট ব্যাংকে আপনি যদি সেভিংস একাউন্ট ওপেন করতে চান তাহলে কোন ধরনের সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে ন্যূনতম কত টাকা রাখতেই হবে সেটি নিচের তালিকা থেকে দেখে নিন।
সেভিংস একাউন্টের ধরন | ন্যূনতম ব্যালেন্স |
---|---|
Savings Bank Account | ০ টাকা (NiL) |
Basic Savings Bank Deposit Account | ০ টাকা (NiL) |
Basic Savings Bank Deposit Small Account | ০ টাকা (NiL) |
Savings Plus Account | ০ টাকা (NiL) |
Savings Account for Minors | ০ টাকা (NiL) |
Motor Accidents Claim Account (MACT) | ০ টাকা (NiL) |
Insta Plus Video KYC Savings Account | ব্যাংক ও অ্যাকাউন্ট অনুযায়ী |
Resident Foreign Currency Domestic Account | USD 500, GBP 250, and EURO 500 |
SBI Savings Account Transaction Limit: লেনদেনের সীমা
স্টেট ব্যাংকের সেভিংস একাউন্ট থেকে আপনি প্রতিদিন কত টাকা ট্রানজেকশন বা লেনদেন করতে পারবেন তা আপনি স্টেট ব্যাংকের অফিসিয়াল পোর্টাল থেকে চেক করে নিতে পারবেন। স্টেট ব্যাংকের ট্রানজেকশন লিমিট চেক করার ডাইরেক্ট লিংক » Check Transaction Limit
আরোও পড়ুন » Post Office Sevings Account: পোস্ট অফিস সেভিংস একাউন্ট! জেনেনিন সমস্ত বেনিফিট এবং নিয়ম কানুন সম্পর্কে।
SBI Savings Account Charges: সেভিংস একাউন্টের বিভিন্ন চার্জ
স্টেট ব্যাংকের সেভিংস একাউন্টে বিভিন্ন কাজের জন্য চার্জ কাটা হয়ে থাকে। কি কারনে? কত টাকার চার্জ কাটা হয়? সেটি নিচে তালিকাতে দেওয়া রয়েছে।
চার্জ কাটার কারণ | চার্জের পরিমাণ |
---|---|
ডুপ্লিকেট পাসবুক | ১০০ টাকা + জিএসটি |
জরুরী চেক বই | ৫০ টাকা + জিএসটি (১০ পাতার বই) |
অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৪ দিন এবং ১ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করার চার্জ। | ৫০০ টাকা + জিএসটি |
ATM কার্ড | কার্ডের ধরন অনুযায়ী ১০০ টাকা থেকে ৩০০ টাকা + জিএসটি |
মাল্টি সিটি চেক বুক ইস্যু করা | ৪০ টাকা + জিএসটি (১০ পাতার বই) ৭৫ টাকা + জিএসটি (২৫ পাতার বই) |
অবশ্যই পড়ুন » Savings Account: স্টেট ব্যাঙ্ক, পোস্ট অফিস নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস একাউন্টে কোথায় বেশি সুদ মিলবে।
এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇