SBI Life Grameen Bima: প্রবাহমান জীবনের কোন গ্যারান্টি নেই আজ আছি কাল নাও থাকতে পারি কিন্তু আপনার অবর্তমানে আপনি যদি আপনার পরিবারকে সুরক্ষিত করতে চান তাহলে অবশ্যই ইন্সুরেন্স করিয়ে রাখা প্রয়োজন। এক্ষেত্রে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI দরিদ্র মানুষের উদ্দেশ্যে একটি টার্ম ইন্সুরেন্স প্ল্যান অফার করছে, স্টেট ব্যাংকের এই ইন্সুরেন্স প্ল্যানটির নাম হল SBI লাইফ গ্রামীন বীমা (SBI Life Grameen Bima)। এই ইন্সুরেন্স প্ল্যানটিতে আপনি প্রতি বছর মাত্র ৩০০ টাকার বিনিময়ে আপনার পরিবারকে ভবিষ্যতের জন্য আর্থিকভাবে সুরক্ষিত করতে পারেন। আজকের এই প্রতিবেদনটিতে স্টেট ব্যাংকের SBI লাইফ গ্রামীন বীমা সম্পর্কের বিস্তারিত আলোচনা করা হয়েছে।
SBI লাইফ গ্রামীন বীমা (SBI Life Grameen Bima)
পলিসির নাম | SBI লাইফ গ্রামীন বীমা |
---|---|
ইন্সুরেন্সের প্রকৃতি | টার্ম ইন্সুরেন্স |
সর্বনিম্ন প্রিমিয়ামের পরিমাণ | ৩০০ টাকা |
সর্বোচ্চ প্রিমিয়ামের পরিমাণ | ২,০০০ টাকা (৩০০ টাকার পরবর্তী ১০০ টাকার গুণিতকে প্রিমিয়াম দিতে হবে) |
ইন্সুরেন্স কভারেজ | ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা |
কারা এই পলিসি ওপেন করতে পারবেন
যেকোনো ইন্সুরেন্স পলিসি কেনার ক্ষেত্রে বয়সের এক সীমা থাকে। স্টেট ব্যাংকের লাইফ গ্রামীন বীমা ইন্সুরেন্স পলিসি ওপেন করার জন্য আপনার নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৫০ বছরের কম হতে হবে।
ইন্সুরেন্স পলিসিটির বৈশিষ্ট্য
- আপনি খুব স্বল্প প্রিমিয়ামে এই পলিসিটি ওপেন করতে পারবেন।
- এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে। অর্থাৎ এই ইন্সুরেন্স পলিসিটি একক প্রিমিয়াম বিকল্প যুক্ত।
- এই পলিসি ওপেন করার জন্য আপনার কোন রকম শারীরিক চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা করতে হবে না।
- স্টেট ব্যাংকের এই লাইফ ইন্সুরেন্স পলিসিটিতে গ্রেস পিরিয়ড প্রযোজ্য নয়।
- এই ইন্সুরেন্স পলিসি থেকে আপনি কোন রকম লোনের সুবিধা পাবেন না।
ইন্সুরেন্স কভারেজ ও বেনিফিট
ডেথ বেনিফিটঃ- পলিসি মেয়াদের সময় যদি পলিসি ধারীর ব্যক্তির মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তির পরিবার এই ইন্সুরেন্স পলিসি থেকে ডেথ বেনিফিট পাবে।
বয়স | ইন্সুরেন্স কভারেজের পরিমাণ |
---|---|
১৮ থেকে ৩৯ | একক প্রিমিয়াম এর উপর ৬০ গুণ কভারেজ পাবেন |
৪০ থেকে ৪৪ | একক প্রিমিয়াম এর উপর ৪০ গুণ কভারেজ পাবেন |
৪৫ থেকে ৫০ | একক প্রিমিয়াম এর উপর ২৫ গুণ কভারেজ পাবেন |
উদাহরণ সহকারে বুঝে নিনঃ ৩২ বছর বয়সে রাম নামক একজন ব্যক্তি তার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই পলিসিটি ক্রয় করেন এবং তার স্ত্রীকে এই পলিসেটিতে নমিনি করেন। এবং তিনি ২০০০ টাকার পলিসিটি নির্বাচন করেন। এরপর দুর্ঘটনা বসত রাম বাবু পলিসি নেওয়ার চার বছর পর মারা যান এক্ষেত্রে তার স্ত্রী ১ লক্ষ ২০ হাজার টাকা পাবে। কারণ রাম বাবু 18 থেকে 39 বয়সের বন্ধনীতে রয়েছে তাই তার স্ত্রী একক প্রিমিয়াম অর্থাৎ ২০০০ টাকার ৬০ গুন মানে (২০০০×৬০=১,২০,০০০) টাকা পাবে।
ম্যাচুরিটি বেনিফিটঃ- এই ইন্সুরেন্স পলিসিটিতে কোনরকম ম্যাচুরিটি বেনিফিট পাবেন না কারণ এটি হল টার্ম ইন্সুরেন্স পলিসি। তাই আপনি আপনার জমা করার টাকা পাঁচ বছর পর ফেরত পাবেন না।
জেনে রাখুন » Insurance Free Look Period: বীমার পলিসি পছন্দ হচ্ছে না, এভাবে করুন বীমা বাতিল, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।
ফ্রি লুক পিরিয়ড
এবার আপনার যদি এই পলিসিটি নেওয়ার পর আপনি সন্তুষ্ট না হলে এই পলিসিটি বাতিল করতে পারেন। এই ইন্সুরেন্স পলিসিটি কেনার পরে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি ১৫ দিনের ভিতরে পলিসিটি ফেরত নিতে পারবেন। অর্থাৎ স্টেট ব্যাংকের এই টার্ম ইন্সুরেন্স পলিসির ফ্রি লুক পিরিয়ড ১৫ দিন।
সুইসাইড ক্লোজ
যদি ইন্সুরেন্স পলিসিধারী ইন্সুরেন্স নেওয়ার পর পাঁচ বছরের মধ্যে আত্মহত্যা করে তাহলে তার পরিবার প্রদত্ত প্রিমিয়ামের ৪০% টাকা ফেরত পাবেন। এবং ইন্সুরেন্স পলিসিটি বন্ধ হয়ে যাবে।
স্টেট ব্যাংকের লাইফ ইন্সুরেন্স পলিসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | https://www.sbilife.co.in/ |
SBI লাইফ গ্রামীন বীমা সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করে দেখে নিন | Download Insurance Details |
আরোও ইন্সুরেন্স পলিসি » LIC-র এই বাম্পার পলিসি থাকলেই শিশুর ভবিষ্যৎ থাকবে সুরক্ষিত, জেনেনিন Amritbal Policy এর বিস্তারিত তথ্য
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇