শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI অমৃত বৃষ্টি স্কিম, নাকি অন্যান্য FD? কোথায় বেশি সুদ পাবেন দেখুন

Updated on:

SBI Amrit Vrishti Vs. Other FDs: ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক State Bank of India, ১৫ জুলাই ২০২৪ একটি নতুন এফডি স্কিম লঞ্চ করেছে, যার নাম SBI অমৃত বৃষ্টি। এই স্কিমে গ্রাহকদের কম সময়ে আকর্ষণীয় সুদ অফার করা হচ্ছে। তবে কি আপনারা এই FD-তে বিনিয়োগ করে বেশি রিটার্ন পাবেন? নাকি এর তুলনায় অন্যান্য ব্যাংক আরো বেশি সুদ দিচ্ছে? বিনিয়োগ করার আগে এ বিষয়ে অবশ্যই বিস্তারিত জানা আবশ্যক। তাই আজকের এই প্রতিবেদনে আমরা এসবিআই এর অমৃতবৃষ্টি স্কিমের সঙ্গে অন্যান্য ব্যাংকের FD স্কিমগুলির তুলনা করে দেখব।

SBI অমৃত বৃষ্টি স্কিম Vs. অন্যান্য FD

১৫ জুলাই ২০২৪ SBI অমৃত বৃষ্টি নামে একটি স্পেশাল এফডি স্কিম চালু করে, যার মেয়াদ মাত্র ৪৪৪ দিনের। এতে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। অবার প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। তবেকি SBI এর এই স্পেশাল এফডি স্কিমে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি সুদ পাবেন? এটি জানার জন্য আপনাকে এই একই মেয়াদের অন্যান্য ব্যাংকের FD স্কিমগুলির সম্পর্কে জানতে হবে। 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক: এই ব্যাংক তাদের ৪০০ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের ৭.৩০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৮০ শতাংশ সুদের হার অফার করছে। 

কানারা ব্যাংক: এই ব্যাংক তাদের ৪৪৪ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। যেখানে প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। 

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া: এই ব্যাংকে আপনি ৩৯৯ দিন মেয়াদের FD-তে ৭.২৫ শতাংশ সুদ পাবেন। আর আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন, তাহলে ৭.৭৫ শতাংশ সুদ পাবেন।

ব্যাংক অফ বারোদা: এই ব্যাংক তাদের ৩৯৯ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। 

পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক: এই ব্যাংক এরও ৪৪৪ দিন মেয়াদের FD পরিকল্পনা রয়েছে। যেখানে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হয়। 

করুর বৈশ্য ব্যাংক: এই ব্যাংক তাদের ৪৪৪ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর সাধারণ গ্রাহকদের ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। যেখানে প্রবীণ নাগরিকদের ৮ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। 

আরও পড়ুন: SBI Amrit Vrishti: স্টেট ব্যাংক চালু করলো নতুন স্পেশাল FD স্কিম! বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন দেখুন।

কোথায় বেশি সুদ পাবেন? 

৪৪৪ দিন মেয়াদের FD-তে SBI অমৃত বৃষ্টি স্কিমের তুলনায় করুর বৈশ্য ব্যাংক বেশি সুদের হার অফার করছে। আপনি যদি একই সময়ে বেশি সুদ পেতে চান তাহলে করুর বৈশ্য ব্যাংকের ৪৪৪ দিন মেয়াদের FD-তে বিনিয়োগ করতে পারেন। তবে শুধুমাত্র সুদের হার দেখেই বিনিয়োগ করা উচিত নয়। তার সঙ্গে আপনাকে ব্যাংকের উপর সেবা এবং আপনার নিকটে কোন ব্যাংক রয়েছে এই বিষয়গুলির উপরও খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: Bank FD – এই ৩টি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ১ থেকে ২ বছরের মেয়াদ পাবেন দুর্দান্ত রিটার্ন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।