শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PNB Saving Account:  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস একাউন্ট থাকলে গুনতে হবে বাড়তি খরচ! চালু হচ্ছে নতুন নিয়ম 

Updated on:

বর্তমান সময়ে দেশের বেশিরভাগ জনগণেরই ব্যাংকের সেভিংস একাউন্ট রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গ্রামগঞ্জের জনগণ বা শহরের জনগণ অধিকাংশ ব্যক্তির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আপনার নিজের বা আপনার পরিবারের কোন ব্যক্তির যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেভিংস একাউন্ট রয়েছে তাহলে আগামী অক্টোবর মাস থেকে এবার থেকে বাড়তি খরচ হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্ভিস চার্জে একাধিক বদল আনতে চলেছে। 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন সার্ভিস চার্জ

সম্প্রতি দেশের দ্বিতীয় সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার সার্ভিস চার্জে একাধিক বদল এনেছে। আগামী ১লা অক্টোবর থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম। এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস একাউন্টে ন্যূনতম ব্যালেন্স লকার চার্জ ইত্যাদি চার্জ বৃদ্ধি করতে চলেছে। 

সেভিংস একাউন্টের ন্যূনতম ব্যালেন্স 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস একাউন্টে ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখার সেভিংস একাউন্টে মাসিক‌ এবং ত্রৈমাসিক হিসাব অনুযায়ী নূন্যতম ৫০০ টাকা রাখতেই হবে। 
  • গ্রাম ও মফসসলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস একাউন্টে ন্যূনতম ১,০০০ টাকা রাখতেই হবে। 
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শহরাঞ্চলের সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে সর্বনিম্ন ২০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে।

অবশ্যই পড়ুন » Pnb 50,000 FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিটে কত টাকা রিটার্ন পাবেন! দেখে নিন হিসেব।

যে সমস্ত গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখবে না তাদের ৫০ টাকা থেকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। 

ব্যাংক লকারের চার্জ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ছোটো লকারের জন্য খরচ পড়বে ১০০০ টাকা এবং শহরাঞ্চলের বড় লকারের জন্য খরচ হবে 1250 টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। 

আরও পড়ুন « PNB FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত দিনে টাকা ডবল হবে? হিসাব দেখে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।