শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Post Office Minimum Deposit: পোস্ট অফিসের স্কিমে সর্বনিম্ন কত টাকা জমা রাখতে হবে, ন্যূনতম ব্যালেন্স না রাখলে কি হবে

Updated on:

Post Office Scheme Minimum Deposit Ammount: আজকের দিনে পোস্ট অফিসে একাধিক সরকারি স্কিম রয়েছে। যে স্কিমগুলোতে আপনি টাকা জমা রাখলে ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং অন্য কোথাও টাকা রাখলে যে সুদ পাবেন তার থেকে অনেক বেশি পোস্ট অফিসে সুদ পাবেন। এছাড়াও পোস্ট অফিসের স্কিমগুলিতে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ও সরকারের গ্যারান্টিতে থাকবে।

তাই আপনি যদি পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখতে চান তাহলে সর্বনিম্ন কত টাকা রাখতে পারবেন জানাবো আজকের এই প্রতিবেদনে।

পোস্ট অফিসের স্কিমে সর্বনিম্ন কত টাকা রাখতে হবে

এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি পোস্ট অফিসে টাকা বিনিয়োগের জন্য ১-২ টি নই মোট ১০টি স্কিম রয়েছে। এক্ষেত্রে প্রতিটি সর্বনিম্ন টাকা রাখার নিয়ম আলাদা।

আরোও‌ পড়ুন » Post Office Account Opening Form: পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে চান? এইভাবে ডাউনলোড করুন আবেদন ফর্ম।

নংস্কিমের নামসর্বনিম্ন কত টাকা রাখতে পারবেন (Minimum Deposit Amount)
১)পোস্ট অফিস সেভিংস একাউন্টসর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে একাউন্ট ওপেন করতে হয়।
২)ফিক্সড ডিপোজিট একাউন্টপোস্ট অফিসে সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারেন।
৩)রেকারিং ডিপোজিটপ্রতিমাসে সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট ওপেন করতে পারেন।
৪)সুকন্যা সমৃদ্ধি একাউন্টপ্রতিবছর মাত্র ২৫০ টাকা দিয়ে আপনি সুকন্যা সমৃদ্ধি একাউন্ট ওপেন করতে পারেন।
৫)সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমসর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে আপনি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন।
৬)ন্যাশনাল সেভিংস স্কিমন্যাশনাল সেভিংস স্কিমেও আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করতে পারেন। ‌
৭)কিষান বিকাশ পত্রপোস্ট অফিসের কিষান বিকাশ পত্র স্কিমের সর্বনিম্ন ডিপোজিট এর পরিমাণ হল মাত্র ১ হাজার টাকা।
৮)মহিলা সম্মান সেভিংস স্কিমপোস্ট অফিসের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।
৯)পাবলিক প্রভিডেন্ট ফান্ডপাবলিক প্রভিডেন্ট আপনি শুধুমাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।
১০)মাসিক ইনকাম স্কিমপোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমেও আপনি সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে একাউন্ট ওপেন করতে পারবেন।

মিনিমাম ব্যালেন্স একাউন্টে না রাখলে কি হবে

পোস্ট অফিসের উপরোক্ত স্কিম গুলিতে আপনি যদি সর্বনিম্ন টাকা না রাখেন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু স্কিমের ক্ষেত্রে পরবর্তীতে পেনাল্টি দিতে হবে অর্থাৎ জরিমানা দিতে হবে। তাই অবশ্যই সর্বদাই মিনিমাম ব্যালেন্স বজায় রাখবেন।

অবশ্যই পড়ুন » Post Office Rules: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৪! টাকা রাখার আগে অবশ্যই জেনে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।