Post Office Scheme Minimum Deposit Ammount: আজকের দিনে পোস্ট অফিসে একাধিক সরকারি স্কিম রয়েছে। যে স্কিমগুলোতে আপনি টাকা জমা রাখলে ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং অন্য কোথাও টাকা রাখলে যে সুদ পাবেন তার থেকে অনেক বেশি পোস্ট অফিসে সুদ পাবেন। এছাড়াও পোস্ট অফিসের স্কিমগুলিতে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ও সরকারের গ্যারান্টিতে থাকবে।
তাই আপনি যদি পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখতে চান তাহলে সর্বনিম্ন কত টাকা রাখতে পারবেন জানাবো আজকের এই প্রতিবেদনে।
পোস্ট অফিসের স্কিমে সর্বনিম্ন কত টাকা রাখতে হবে
এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি পোস্ট অফিসে টাকা বিনিয়োগের জন্য ১-২ টি নই মোট ১০টি স্কিম রয়েছে। এক্ষেত্রে প্রতিটি সর্বনিম্ন টাকা রাখার নিয়ম আলাদা।
আরোও পড়ুন » Post Office Account Opening Form: পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে চান? এইভাবে ডাউনলোড করুন আবেদন ফর্ম।
নং | স্কিমের নাম | সর্বনিম্ন কত টাকা রাখতে পারবেন (Minimum Deposit Amount) |
---|---|---|
১) | পোস্ট অফিস সেভিংস একাউন্ট | সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে একাউন্ট ওপেন করতে হয়। |
২) | ফিক্সড ডিপোজিট একাউন্ট | পোস্ট অফিসে সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারেন। |
৩) | রেকারিং ডিপোজিট | প্রতিমাসে সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট ওপেন করতে পারেন। |
৪) | সুকন্যা সমৃদ্ধি একাউন্ট | প্রতিবছর মাত্র ২৫০ টাকা দিয়ে আপনি সুকন্যা সমৃদ্ধি একাউন্ট ওপেন করতে পারেন। |
৫) | সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম | সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে আপনি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন। |
৬) | ন্যাশনাল সেভিংস স্কিম | ন্যাশনাল সেভিংস স্কিমেও আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করতে পারেন। |
৭) | কিষান বিকাশ পত্র | পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র স্কিমের সর্বনিম্ন ডিপোজিট এর পরিমাণ হল মাত্র ১ হাজার টাকা। |
৮) | মহিলা সম্মান সেভিংস স্কিম | পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। |
৯) | পাবলিক প্রভিডেন্ট ফান্ড | পাবলিক প্রভিডেন্ট আপনি শুধুমাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। |
১০) | মাসিক ইনকাম স্কিম | পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমেও আপনি সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে একাউন্ট ওপেন করতে পারবেন। |
মিনিমাম ব্যালেন্স একাউন্টে না রাখলে কি হবে
পোস্ট অফিসের উপরোক্ত স্কিম গুলিতে আপনি যদি সর্বনিম্ন টাকা না রাখেন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু স্কিমের ক্ষেত্রে পরবর্তীতে পেনাল্টি দিতে হবে অর্থাৎ জরিমানা দিতে হবে। তাই অবশ্যই সর্বদাই মিনিমাম ব্যালেন্স বজায় রাখবেন।
অবশ্যই পড়ুন » Post Office Rules: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৪! টাকা রাখার আগে অবশ্যই জেনে নিন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇