Post Office RD Calculator 2024: পোস্ট অফিস RD ক্যালকুলেটর এর সাহায্যে আপনি মাসিক বিনিয়োগের পরিমাণ, বর্তমানের সুদের হার এবং বিনিয়োগের মেয়াদ প্রবেশ করিয়ে মেয়াদপূর্নের পর পাওয়া মোট রিটার্ন এর পরিমাণ দেখতে পারবেন।
Post Office RD Calculator 2024
পোস্ট অফিসের RD স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে, এই Post Office RD Calculator 2024 এর সাহায্যে আপনি আগেই মেচুরিটির পরিমাণ দেখতে পারবেন। তাছাড়াও আপনি মোট কত পরিমাণ সুদ পাবেন তাও আগেই দেখেনিতে পারবেন। বিনিয়োগ করার আগেই একবার হিসেব করে দেখে নিতে চাইলে, এই ক্যালকুলেটর আপনার সাহায্য করবে।
কিভাবে Post Office RD Calculator কাজ করে?
পোস্ট অফিসের RD স্কিমে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, এবং প্রতি ৩ মাস অন্তর সুদের পরিমাণ আপনার মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবং মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই পক্রীয়া চলতে থাকে। তাই এর হিসেব বের করার জন্য ক্যালকুলেটর নিচের সূত্রটি প্রয়োগ করা হয়েছে।
সূত্র: M = R × {(1 + n) × n -1} / 1- (1 + i) (-1/3)
এখানে R বলতে মাসিক জমা করা আমানত, n হলো মেয়াদের চতুর্থাংশ শের সংখ্যা, i হলো সুদের হার ৪০০ দ্বারা ভাগ, এবং M হলো মেচুরিটির পরিমাণ। আপনি এই সূত্রের প্রয়োগ করে নিজেও পোস্ট অফিসের RD স্কিমের মেচুরিটি গণনা করতে পারবেন।