Post Office Interest Rate 2024: পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্জয় প্রকল্পগুলির সুদের হার প্রতি ত্রৈমাসিকে সংশোধন করে সরকার। বছরের শুরুতেই অর্থাৎ ২০২৪-২৫ আর্থিক বছর (FY 2024-25) এর প্রথম ত্রৈমাসিকে বেশ কয়েকটি পোস্ট অফিস স্কিমের সুদের হার বাড়িয়েছিলেন সরকার। কিন্তূ এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুন ২০২৪ ত্রৈমাসিকে সুদের হরে কোনো পরিবর্তন করা হয়নি।
এবার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেও পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার (Post Office Interest Rate) একই রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে, বর্তমানে পোস্ট অফিসের কোন্ কোন্ স্কিমের সুদের হার কত? এই নিয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে পোস্ট অফিসের সুদের হার
২০২৪-২৫ আর্থিক বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে পোস্ট অফিসের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছরের দ্বিতীয় দ্বিতীয় ত্রৈমাসিকেও পোস্ট অফিসের স্কিমগুলিতে সুদের হারে কোন পরিবর্তন করা হয়নি।
অর্থাৎ, পোস্ট অফিসের স্কিমে এখনো আপনারা ২০২৪ সালের জানুয়ারিতে সংশোধন করা সুদের হার অনুযায়ী সুদ পাবেন। বর্তমানে পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ দিয়েছে? এটি যদি আপনি জানতে চান তাহলে নিচে সারণিতে দেখুন।
পোস্ট অফিসের সুদের হার ২০২৪ (Post Office Interest Rate 2024)
স্কিমের নাম | সুদের হার |
---|---|
সেভিংস অ্যাকাউন্ট | ৪ % |
১ বছরের টাইম ডিপোজিট (FD) | ৬.৯ % |
2 বছরের টাইম ডিপোজিট | ৭ % |
৩ বছরের টাইম ডিপোজিট | ৭.১ % |
৫ বছরের টাইম ডিপোজিট | ৭.৫ % |
5 বছরের রেকারিং ডিপোজিট (RD) | ৬.৭ % |
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | ৮.২ % |
মাসিক আয় অ্যাকাউন্ট স্কিম (MIS) | ৭.৪ % |
জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC) | ৭.৭ % |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF) | ৭.১ % |
কিষাণ বিকাশ পত্র (KVP) | ৭.৫ % |
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSY) | ৮.২ % |
আরও পড়ুন: Post Office Scheme – পোস্ট অফিসের স্কিম থেকে ২ লক্ষ টাকা রিটার্ন কিভাবে পাবেন? জানুন বিস্তারিত।
- পোস্ট অফিস বর্তমানে তাদের সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার উপর ৪ শতাংশ সুদ দিচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই।
- ১ থেকে ৫ বছর মেয়াদের টাইম ডিপোজিটের উপর ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ কর যোগ্য। শুধুমাত্র ৫ বছর মেয়াদের বিনিয়োগে টেক্স ছাড় পাবেন।
- ৫ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে বর্তমানে ৬.৭ শতাংশ সুদ দিচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই।
- পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমের বর্তমান সুদের হার ৮.২ শতাংশ। এখান থেকে প্রাপ্ত সুদ করযোগ্য, তবে বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন।
- পোস্ট অফিসের মাসিক আয় স্কিম অর্থাৎ PO MIS এর বর্তমান সুদের হার ৭.৪ শতাংশ। এখান থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই।
- জাতীয় সঞ্চয় শংসাপত্র (National Servings Scheme)-তে ৭.৭ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস। এখান থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন।
- পোস্ট অফিসের পাব্লিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে বিনিয়োগ করলে বর্তমানে ৭.১ শতাংশ সুদ পাবেন। এখান থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন।
- তাছাড়া পোস্ট অফিসের ১১৫ মাসের ক্ষুদ্র সঞ্চয় স্কিম, কিষান বিকাশ পত্রের বর্তমান সুদের হার ৭.৫ শতাংশ। এখান থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই।
- আবার পোস্ট অফিসের খুবই জনপ্রিয় স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে এখন ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন।
আরও পড়ুন: Post Office FD VS PPF – পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট নাকি পিপিএফ কোনটি বেশি লাভজনক।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇