শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM SvaNidhi Scheme: কেন্দ্রীয় সরকার দিচ্ছে ৫০,০০০ টাকা লোন, জানুন আবেদন করার সহজ পদ্ধতি

Updated on:

PM SvaNidhi Scheme: আপনি যদি কোনো ছোটোখাটো ব্যাবসা করতে চান, কিন্তূ যথেষ্ট মূলধন নেই। তাহলে আপনি কোনো বেসরকারি জায়গা থেকে লোন নেওয়ার পরিবর্তে সরকারি লোন (Government Loan) নিতে পারেন। কারন, সরকারি লোনে আপনি অনেক সুবিধা পাবেন। আপনি নিয়মিত লোনের পরিমাণ পরিশোধ করলে সরকার থেকে ভর্তুকি পাবেন। প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SvaNidhi Scheme) এর অধীনে আপনি ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। 

PM SvaNidhi Scheme কি?

PM SvaNidhi Scheme এর পুরো অর্থ হলো প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। করোনা মহামারীর সময় রাস্তার ধারে বা ফুট পাতে ঠেলাগাড়ি বা তাঁবু খাটিয়ে ব্যাবসা করা ব্যাক্তিদের ব্যাবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু তাদের মূলধন কম, তাই তারা পরে পুনরায় ব্যাবসা শুরু করতে পারছিল না। দেশে এরকম ছোট ব্যাবসায়ীদের সংখ্যা প্রচুর। তাই ভারত সরকার তাদের পুনরায় ব্যাবসা শুরু করার জন্য লোন দেওয়ার  সিদ্ধান্ত নেয় এবং ১ জুন, ২০২০ প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম চালু করেন।

কেন্দ্রীয় সরকার দিচ্ছে ৫০,০০০ টাকা লোন 

প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SvaNidhi Scheme) এর অধীনে ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। কিন্তূ প্রথমে একজন ব্যাক্তি ১০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এই লোন পরিশোধ করার পরের বছর ২০,০০০ টাকা লোন নেওয়ার যোগ্য হবেন। এই লোনের টাকাও আপনি যদি সঠিকভাবে পরিশোধ করেন তাহলে ৫০,০০০ টাকা লোন আবেদন করতে পারেন। এতে লোনের টাকা আপনাকে প্রতিমাসে কিস্তিতে পরিশোধ করতে হবে, যার মেয়াদ ১ বছর। আপনি যদি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করেন তাহলে সুদে ৭ শতাংশ ভর্তুকি পাবেন।

আরোও পড়ুন » MSME Loan: বেকার যুবক-যুবতীদের ব্যাবসা করার জন্য লোন দিচ্ছে কেন্দ্র সরকার! অনলাইনে আবেদন পদ্ধতি দেখেননি।

এই স্কিমের অধীনে লোন আবেদন করার পদ্ধতি 

আপনি প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SvaNidhi Scheme) এর অধীনে সরাসরি অনলাইনের মাধ্যমে লোন আবেদন করতে পারবেন। সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হলো –

আপনাকে প্রথমে pmsvanidhi.mohua.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপরে আপনাকে “Apply Loan 10K”-তে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে ক্যাপচার পূরণ করতে হবে। এরপর “Request OTP”-তে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি OTP পাবেন। এরপর আপনাকে OTP যাচাই করতে হবে। এরপর কয়েকটি বিকল্প নির্বাচন করে আপনাকে নিজের ক্যাটাগরি চেক করতে হবে। এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। পরের ধাপে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি আপলোড করতে হবে। এরপর সমস্ত কিছু যাচাই করে আবেদনটি সাবমিট করতে হবে। 

এইভাবে আপনি বাড়িতে বসেই খুব সহজে এই সরকারি লোনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন হবার পর pmsvanidhi.mohua.gov.in ওয়েবসাইটে থেকেই আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন।

অবশ্যই পড়ুন » PMEGP Loan: আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র সরকার দেব ৩৫ শতাংশ ভর্তুকি।

এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।