শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Petrol Diesel Price: পেট্রোল ও ডিজেলের দাম কমবে ভারতে! আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক পতন হয়েছে

Updated on:

Petrol Diesel Price: ভারতের সমস্ত নাগরিকদের জন্য একটি বিরাট খুশির খবর আছে। খুব শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম পারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অপরিবর্তিত থাকলেই দেশীয় বাজারে কমবে তেলের দাম। আন্তর্জাতি বাজারে গত ৩ বছরের সর্বনিম্ন স্তরে নেমেছে দাম। যার কারণে দীপাবলির আগে ভারতেও দাম কমবে বলে অনুমান করা হচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ন প্রতিবেদনটি পড়ুন।

পেট্রোল ও ডিজেলের দামে ব্যাপক পতন

আন্তর্জাতিক বাজারে গত ৩ বছরের সর্বনিম্ন স্তরে নেমেছে অপরিশোধিত তেলের দাম। ২০২১ সালের পর প্রথমবার গ্লোবাল অয়েল বেঞ্চমার্কে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি ৭০ ডলারের নীচে নেমেছিল মঙ্গলবার। তবে হারিকেনের কারণে তেল সরবরাহের টান পড়ে, যার ফলে আবার কিছুটা দাম বেড়ে ৭১ ডলারের উপরে উঠে বৃহস্পতিবার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বেড়ে ৬৮ ডলারের কাছাকাছি পৌঁছে যায়।

পেট্রোল ও ডিজেলের দাম কমবে ভারতে?

বর্তমানে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমতে থাকলে দেশে পেট্রল ও ডিজেলের দাম কমতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বছরের শুরুতে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি বাদ দিলে, গত দুই বছর ধরে পেট্রল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন জানিয়েছেন যে, তেলের দাম কমলে পেট্রল কোম্পানিগুলোও তেলের দাম কমানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিবে।

তবে, তেল কোম্পানিগুলি দাম কমানোর আগে বাজারের অবস্থার উপর নিশ্চিত হতে চায়। একজন সরকারি কর্মকর্তারা বলেছেন, “তারা চান না যে দাম কমানোর পরে আন্তর্জাতিক বাজার আবার বাড়তে শুরু করুক।” 

আরও পড়ুন » পুজোর আগেই কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম! কত টাকা কমবে দেখে নিন।

দীপাবলির আগে দাম কমতে পারে

একটি ব্রোকারেজ ফার্ম এম কে গ্লোবাল ফাইনান্সিয়াল সার্ভিসেস জানিয়েছে যে, ভারতের তিনটি প্রধান পাবলিক সেক্টরের তেল কোম্পানি – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) – মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে পেট্রল ও ডিজেলের দাম কমানোর পরিকল্পনা করছে। “জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর করা হয়েছে। এর ফলে, মনে হচ্ছে দীপাবলির সময়ের মধ্যে মহারাষ্ট্র নির্বাচনের আগে পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটার ২ টাকা কমানো হতে পারে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।