শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Jio Recharge Plan: গ্রাহক ধরে রাখতে রিচার্জ প্ল্যানে পরিবর্তন করলো জিও! এখন একই দামে বেশি বৈধতা দিচ্ছে

Updated on:

Jio Recharge Plan: ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio সহ অন্যান্য কোম্পানিগুলিও তাদের রিচার্জ প্লেনের দাম বাড়িয়েছে। তবে দাম বাড়ার পরে গ্রাহকের মতামতের ভিত্তিতে জিও তাদের কিছু রিচার্জ প্লেনের বৈধতা বৃদ্ধি করেছে। অর্থাৎ এখন এই প্ল্যানে একই দামে রিচার্জ করলে আগে তুলনায় অল্প কিছু বেশি বৈধতা পাওয়া যাবে। এরপরে কিছুটা হলেও স্বস্তি পাবে জিওর গ্রাহকেরা। কোন্ প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে? এবং কতদিন বাড়ানো হয়েছে? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। 

Jio দিচ্ছে একই দামে বেশি বৈধতা 

সম্প্রতি জিও প্রতিষ্ঠান জানিয়েছেন যে, তাদের গ্রাহকের মতামতের ভিত্তিতে Hero 5G নামে একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। ৩৪৯ টাকার এই প্লেনের বৈধতা ২৮ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করেছে Jio। ইন্টারনেট ব্যবহার করার জন্য আগে এই প্লেনে প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা দেওয়া হতো, কিন্তু এখন গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে মোট ৬০ জিবি ডাটা পাবেন। 

এই পরিবর্তনের ফলে গ্রাহকেরা কিছুটা স্বস্তি পেলও, আগের মত আর সস্তায় ইন্টারনেট উপভোগ করতে পারবেন না। কারন, জিও অল্প মেয়াদ বাড়িয়েছে ঠিকি, কিন্তু তার তুলনায় রিচার্জ প্ল্যানের দাম আগের চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে। তবুও এখনো এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi) এর তুলনায় কিছুটা সস্তা রয়েছে Reliance Jio-এর রিচার্জ প্ল্যানগুলি। 

আরোও পড়ুন » BSNL Recharge Plan 2024 List: এখন জলের দরে রিচার্জ করুন! দেখুন BSNL-এর সস্তার আনলিমিটেড রিচার্জ প্ল্যানগুলি

Jio রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে

গত মাসেই জিও তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। যেখানে আগে প্রতিদিন ১ জিবি ডেটা বিশিষ্ট প্ল্যানের জন্য ২০৯ টাকা দিয়ে রিচার্জ করতে হতো, এখন তার জন্য ২৪৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। আবার, আগে ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ৮৪ দিনের বৈধতা পাওয়া যেত, এখন এই প্লেনের দাম বাড়িয়ে ৭৯৯ টাকা করেছে। তাছাড়া, আপনি যদি বার্ষিক প্ল্যানগুলির দাম তুলনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন কত বেশি দাম বাড়ানো হয়েছে। আগে প্রতিদিন ২.৫ জিবি ডেটা বিশিষ্ট বার্ষিক পেলেনের দাম ছিল ২,৯৯৯ টাকা, গত মাসে এই প্লেনের দাম বেড়ে হয়েছে ৩,৫৯৯ টাকা।

উপসংহার 

জিও ইতিমধ্যেই একটি নতুন  লঞ্চ করেছে যার নাম Hero 5G। এই প্লেনে ২৮ দিনের বৈধতা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। কিন্তু রিচার্জ প্ল্যানগুলির দাম এত বেশি বেড়েছে যে, এই বাড়তি বৈধতার ফলে গ্রাহকেরা কিছুটা উপকৃত হলেও, আগের মতো আর সস্তায় ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন না। 

অবশ্যই পড়ুন » Jio Vs Airtel Vs VI: নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী, সস্তায় আনলিমিটেড ডেটা দিচ্ছে কোন্ কোম্পানি?

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।