শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Jio Recharge: একই খরচে প্রতিদিন ১ জিবি ডেটার জায়গায় পাবেন ২.৫ জিবি ডেটা! জিও রিচার্জের নতুন কৌশল

Updated on:

Jio Recharge Plan: গত মাস থেকে রিচার্জ প্ল্যানগুলির দাম বেড়ে যাওয়ায় চিন্তিত সবায়। কিন্তু রিচার্জ এর দাম যতই বাড়ুক, এখন রিচার্জ করা বাধ্যতামূলক। কারণ এখন বিনোদন, পড়াশোনা, বিভিন্ন কাজ এবং অর্থ লেনদেনও অনলাইনের মাধ্যমেই হয়। তাই আজ আমরা রিচার্জ করার এমন একটি কৌশল সম্পর্কে জানবো, যাতে আপনি ইন্টারনেট ব্যাবহার করার জন্য একই খরচে প্রতিদিন ১ জিবি ডেটার জায়গায় ২.৫ জিবি ডেটা পাবেন। আপনি যদি জিও সিম ব্যবহার করে থাকেন, তবেই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

একই খরচে প্রতিদিন ১ জিবি ডেটার জায়গায় ২.৫ জিবি ডেটা

বর্তমানে রিচার্জ এর দাম বেড়ে যাওয়ায় অনলাইনের মাধ্যমে মুভি দেখা, পড়াশোনা করা বা কোন কাজ করা ব্যক্তিদের জন্য রিচার্জ খরচ আরো বেড়ে গেছে। কারণ আগে যে মূল্যে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত, এখন প্রায় একই খরচে ১ জিবি ডেটা পাবেন। তবে আপনি যদি ঠিকঠাক হিসেব করতে জানেন তাহলে প্রতিদিন ১ জিবি ডেটার খরচে ২.৫ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। তবে এরজন্য আপনাকে একেবারে এক বছরের জন্য ৩,৫৯৯ টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে। 

অনেকেই সস্তা ভেবে ২০৯ টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করে। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। এর বৈধতা ২২ দিন, অর্থাৎ প্রতিদিনের রিচার্জ খরচ হবে ৯.৫ টাকা। কিন্তূ আপনি যদি ৩,৫৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন, তাহলে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন, অর্থাৎ আপনার দৈনিক রিচার্জ খরচ পড়বে প্রায় ৯.৮৬ টাকা। এখানে আপনি যদি দৈনিক খরচ হিসাব করেন, তাহলে দেখবেন ১ বছরের প্ল্যান দিয়ে রিচার্জ করলে প্রায় একই খরচে দ্বিগুণের চেয়ে বেশি ডেটা উপভোগ করতে পারবেন। 

আরও পড়ুন: Jio-র এই সস্তা রিচার্জ প্ল্যানে পাবেন প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেডের কলিং এবং আরও অনেক সুবিধা।

Jio-র ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান 

Jio-র ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান হলো একটি বার্ষিক রিচার্জ প্ল্যান। এতে আপনি ৩৬৫ দিন, অর্থাৎ ১ বছরের বৈধতা পাবেন। আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রতিদিন ২.৫ জিবি হই স্পীড ডেটা পাবেন। আবার এতে আপনি আনলিমিটেড ভয়েস কলিং এবং বিনামূল্যে প্রতিদিন ১০০টি এসএমএস এর সুবিধা পাবেন। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাবেন।

আরও পড়ুন: Jio Recharge Plan – গ্রাহক ধরে রাখতে রিচার্জ প্ল্যানে পরিবর্তন করলো জিও! এখন একই দামে বেশি বৈধতা দিচ্ছে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।