Gold Price In Kolkata: সোনা এবং রুপোর অলংকারের প্রতি পুরুষ মহিলা সকলেরই আকর্ষণ থাকে। প্রত্যেকেই চায় নিজের জন্য অল্প হলেও সোনা ও রূপোর অলংকার কিনে রাখতে এক্ষেত্রে তাদের জন্য রয়েছে অত্যন্ত সুখবর জন্মাষ্টমীর সময় কলকাতা শহর সহ দেশ জুড়ে সোনা এবং রুপোর দাম কিছুটা কমেছে। আজকের এই প্রতিবেদনে সোনা এবং রুপোর রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কলকাতা শহরে সোনার দাম
২৬ শে আগস্ট সোমবার ধুমধাম করে পালিত হচ্ছে জন্মাষ্টমী। এই দিনে খানিকটা কমেছে সোনা এবং রুপোর দাম। নিচে কলকাতা শহরে কত ক্যারেট সোনার দাম কত টাকা সেটি আলোচনা করা হয়েছে।
★ ১৮ ক্যারেট সোনা: ২৬শে আগস্ট সোমবার কলকাতাতে ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হল ৫,৪৭৭ টাকা, এক্ষেত্রে ১০ গ্রাম সোনার দাম হল ৫৪,৭৭০ টাকা।
★ ২২ ক্যারেট সোনা: আজকের দিনে কলকাতাতে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হলো ৬,৬৯৪ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম হল ৬৬,৯৪০ টাকা।
★ ২৪ ক্যারেট সোনা: জন্মাষ্টমীর দিন কলকাতাতে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার রেট হল ৭,৩০৩ টাকা, এক্ষেত্রে ১০ গ্রাম সোনার রেট হল ৭৩,০৩০ টাকা।
আজকের দিনে দেশের রাজধানী দিল্লিতে ১০ গ্রাম, ২২ ক্যারেট সোনার দাম ৬৭,০৯০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৭৩,১৯০ টাকা।
আরোও পড়ুন » ডিজিটাল সোনা নাকি সোনার গহনা! কোনটিতে পাবেন বেশি লাভ, বিনিয়োগের আগে অবশ্যই জেনে নিন।
কলকাতা শহরে রুপোর দাম
সোনার মত আরও একটি মূল্যবান ধাতু হলো রুপো। রুপার প্রতিও মানুষের আকর্ষণ প্রবল। সম্প্রতি জন্মাষ্টমীতে রুপার দামেও কিছুটা পরিবর্তন এসেছে। ২৬ই আগস্ট সোমবার জন্মাষ্টমীতে অর্থাৎ আজ পুরো দেশ জুড়ে ১ কেজি রুপার গড় দাম হলো ৮৭ হাজার ৯০০ টাকা। ভারতের রুপার দাম কত হবে তা আন্তর্জাতিক দর অনুযায়ী নির্ধারিত হয়। নিচে ভারতের কয়েকটি বড় বড় শহরে আজকে রুপোর গড় দাম দেওয়া হয়েছে।
- দিল্লিতে ১ কেজির উপর দাম ৮৭ হাজার ৯০০ টাকা।
- কলকাতাতেও ১ কেজি রূপোর দাম ৮৭,৯০০ টাকা।
- ব্যাঙ্গালোরে অন্যান্য শহরের তুলনায় রূপোলী দাম খানিকটা কম, বেঙ্গালুরুতে ১ কেজি রূপোর দাম হল ৮৪,৪০০ টাকা।
অবশ্যই পড়ুন: সোনার ওজন ও বিশুদ্ধতা পরিমাপ! ১০ গ্রাম= কত ভরি সোনা? কোন ক্যারেট সোনা সবথেকে বেশি খাঁটি?
এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇