Gold Buying Rules 2023: এই আনন্দ উৎসবের সময় অনেকেই সোনার গহনা কিনে। ধনতেরাস এর সময়ে নাকি সোনা কেনা অতন্ত্য শুভ। তারওপর এই দীপাবলির সময় সোনা কেনাকাটার উপর দারুন দারুন অফার এর লাভ উঠানো যায়। আপনিও যদি এই শুভ সময় সোনা কেনার কথা ভাবছেন তাহলে জেনিন, প্যান কার্ড না দেখিয়ে কোনো পরিমাণ সোনা কেনা নিরাপদ এবং নগদ দিয়ে সোনা কেনার সীমা। সোনা কেনার ও রাখার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। নিয়ম উলঙ্ঘন করলে কর বিভাগ এর কাছে আপনাকে উওর দিয়ে হতে পারে। তাই দেরি না করে জেনেনিন বিস্তারিত তথ্য।
প্যান কার্ড ছাড়া কতো সোনা কিনতে পারবেন?
অনেক এরকম জিনিস রয়েছে যেগুলি কেনাকাটার জন্য আপনাকে প্যান কার্ড দেখাতে হয়। থেকো এরকমই সোনা কেনার জন্য আপনার প্যান কার্ডের প্রয়োজন। বিনা প্যান কার্ড দেখিয়ে আপনি দু’লক্ষ এর কম টাকার সোনা কিনতে পারবেন। ২ লক্ষ বা তার অধিক টাকার সোনা কেনার জন্য আপনাকে প্যান কার্ড দেখানো আবশ্যক। আগে ৫ লক্ষ টাকার বেশি সোনা কেনার ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন হতো। ১লা. জানুয়ারি ২০২৬ থেকে তা কমিয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। দেশে কালো টাকা কমানোর উদ্দেশ্যে আয়কর বিধির 114B ধারার অধীনে রয়েছে সোনা কেনার এই নিয়ম।
নগদ টাকায় সোনা কেনার নিয়ম
আয়কর আইনের ধরা 269ST অনুযায়ী, আপনি সর্বাধিক দু’লক্ষ টাকার বেশি একদিনে লেনদেন করতে পারবেন না। এর অর্থ আপনি দু’লক্ষ টাকার বেশি সোনা নগদ দিয়ে কিনতে পারবেন না। ২ লক্ষ টাকার বেশি সব কিনলে যেমন আধার কার্ড বা প্যান কার্ড প্রয়োজন হয়, তেমনি টাকা পরিশোধ করার জন্য চেক বই এর প্রয়োজন পড়বে। এই নিয়ম উলঙ্ঘন করলে নগদ নেওয়া ব্যাক্তিকে জরিমানা দিতে হবে।
আরও পড়ুন: ধনতেরাসে সোনা ও হীরের গহনার উপর 40% ছাড় দিচ্ছে এইসব কোম্পানি, অফার দেখলে অবাক হবেন।
কে কত পরিমাণ সোনা রাখতে পারে?
যেমন সোনা কেনাকাটার উপর আয়কর বিধির কিছু নিয়ম আছে, ঠিক তেমনি বাড়িতে সোনার সঞ্চয় করে রাখার জন্যেই কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী রয়েছে। আপনি নিজের বাড়িতে যত খুশি সোনা সঞ্চয় করে রাখতে পারবেন না। যদি আপনি তা করেন, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এরপর হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, আইনত কত পরিমান সোনা বাড়িতে সঞ্চয় করে রাখা যাবে?
প্রত্যেকের জন্য বাড়িতে সোনা সঞ্চয় করে রাখার আলাদা আলাদা নিয়ম রয়েছে। নিয়মগুলি নিম্নরূপ:
- একজন বিবাহিত মহিলা তার কাছে সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত সোনা সঞ্চয় করে রাখতে পারবেন।
- একজন অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম পর্যন্ত সোনা নিজের কাছে রাখতে পারেন।
- একজন পুরুষ মানুষ তার কাছে মাত্র ১০০ গ্রাম পর্যন্ত সোনা সঞ্চয় করে রাখতে পারবেন।
আপনি যদি বাড়িতে সোনা জমিয়ে রাখেন তাহলে উপরে উল্লিখিত নিয়ম মেনে চলুন। তানাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।
আরও পড়ুন: কেন্দ্র সরকার নিয়ে এলো ভর্তুকিযুক্ত ‘ভারত আটা’, এবার কম মূল্যে আটা পাবেন সমস্ত জেলার নাগরিক।
উপসংহার ~
সোনা কেনার জন্য এবং বাড়িতে সঞ্চয় করে রাখার জন্য আয়কর বিভাগের কিছু আইন রয়েছে। শুধুমাত্র নগদ টাকা দিয়ে এবং প্যান কার্ড ছাড়া ২ লক্ষ বা তার বেশি টাকার সোনা কেনা যাবেনা। তাছাড়া, বাড়িতে সোনা সঞ্চয় করে রাখারও কিছু নিয়মাবলী রয়েছে, যেগুলি উপরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
*এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Comments are closed.