শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Goat Farming: অল্প খরচে ২-৩ লাখ আয়! ছাগল পালন ব্যবসা কিভাবে হয় জেনে নিন

Updated on:

Goat Farming Business Plan in Bengali: ছাগল পালন হলো কম পুঁজির একটি লাভজনক ব্যবসা। আপনি এই ব্যবসা শুরু করে প্রতিবছর ২-৩ লাখ টাকা আয় করতে পারবেন। ছাগল পালন ব্যবসাকে গ্রামের আয়ের মেরুদণ্ডও বলা হয়। আপনি কিভাবে এই ব্যাবসা শুরু করতে পারবেন, তা বিস্তারিত জেনেনি আজকের এই প্রতিবেদনে।

ছাগল পালন ব্যবসা কিভাবে হয়? (Goat Farming Business Plan in Bengali)

ছাগল পালন (Goat Farming) হলো ভারতের একটি প্রধান গ্রামীণ ব্যবসা। এটি কৃষকদের বাড়তি আয় পেতে সাহায্য করে এবং নতুন সর্মসংস্থান তৈরি করে। ছাগল পালন ব্যবসা শুরু করার জন্য সবথেকে গুরুত্বপূর্ন হলো পরিবেশ। আপনাকে একম জায়গায় এই ব্যাবসা শুরু করতে হবে, যেন তার চারপাশের পরিবেশ সবুজ হয়। সঙ্গে ছাগলের জন্য যেন পানীয় জলের যেন ব্যাবস্থা থাকে। এরপর আপনাকে একটি শেড নির্মাণ করতে হবে এবং ভালো জাতির ছাগল কিনতে হবে।

ছাগল পালন ব্যবসার জন্য শেড নির্মাণ 

আপনাকে প্রথমে ছাগল পালন করার জন্য একটি শক্তিশালী শেড তৈরি করতে হবে। এর ফলে ছাগলগুলো শিকারির হাত থেকে রেহাই পাবে।আপনি যেমন পরিমাণ ছাগল রাখবেন, সেই অনুপাতে এটি বানাতে হবে। শেডে প্রত্যেক ছাগলের জন্য যেন ১০ বর্গফুট জায়গা থাকে। সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে যে, সেখানে যেন ভালোভাবে বায়ুচলাচল এবং আলোকিত হয়।

ভালো জাতের ছাগল নির্বাচন 

আপনি যেখানে ছাগল পালন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, সেখানকার জলবায়ু এবং স্থানীয় অবস্থার ভিত্তিতে ছাগলের নির্বাচন করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ন, কারণ আপনি যদি সঠিক পরিবেশের জন্য সঠিক জাতের ছাগল পালন করেন, তাহলেই ভালো ফলাফল পাবেন। যমুনাপারি, বারবারি, সিরোহি এবং অন্যান্য প্রধান জাতগুলি থেকে নির্বাচন করতে পারেন।

আরও পড়ুন » Dairy Farm Business: দুগ্ধ খামার ব্যবসা শুরু করে প্রতিমাসে ১ লাখ টাকা আয় করুন! রইল সম্পূর্ন পদ্ধতি।

ছাগলের পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা

যাতে ছাগল সুস্থ ও পুষ্টিকর থাকে তার জন্য সবুজ ঘাস, লেটুস, শস্য এবং খনিজ সমৃদ্ধ খাদ্য সরবরাহ করতে হবে। ঠাকুরের স্বাস্থ্য ভালো রাখার জন্য টিকা এবং কৃমিনাশক আতান্ত্য গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আপনাকে নিয়মিত ভাবে একজন পশু চিকিৎসকের কাছ থেকে নিতে পরামর্শ নিতে হবে। তাছাড়া আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে পারেন, এবং কোন ছাগল অসুস্থ হলে তাকে আলাদা রাখতে পারেন। এরপরে অন্যান্য ছাগলগুলির ওপর রোগ ছড়ানোর সম্ভাবনা কমবে।

ছাগল পালনে আয় ব্যয় হিসাব

ছাগল পালন করলেই হবে না, থেকে আর করার জন্য আপনাকে সেগুলিকে বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য আপনি নিকটবর্তী বাজারের মাটন সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আবার আপনি কোনো পাইকারি ছাগল ব্যবসায়ীকেও বিক্রি করতে পারেন। ভারতের একজন সাধারণ ছাগল পালন ব্যবসায়ী বছরে ৩ থেকে ৪ লাখ টাকার ছাগল বিক্রি করে। যেখানে তার ১.৫ থেক ২ লাখ টাকা ব্যয় হয় এবং ২ থেকে ৩ লাখ টাকা আয় করে।

আরও পড়ুন » Business Idea: মাত্র ৯০০ টাকাই এই মেশিন কিনে ব্যাবসা শুরু করুন! প্রথম মাস থেকেই হবে ইনকাম।

এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।