Get 3,000 Rupees per Month in Central govt. Atal Pension Yojana scheme: কেন্দ্র সরকার সাধারণ নাগরিকদের কথা ভেবে একাধিক স্কিম চালু করেছেন। এরই মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল অটল পেনশন যোজনা স্কিম। এই স্কিম থেকে আপনি প্রতি মাসে নির্দিষ্ট একটি টাকা পেতে পারেন। কিন্তু এই স্কিম থেকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা পাওয়ার জন্য আগে আপনাকে এই স্কিমে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে এরপর আপনার বয়স ৬০ বছর হলে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আপনি কিভাবে কেন্দ্র সরকারের এই স্কিম থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন এর জন্য আপনাকে কত টাকা জমা করতে হবে সমস্ত কিছু জানতে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
অটল পেনশন যোজনা
কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় পেনশন স্কিম হলো অটল পেনশন যোজনা। এই স্কিমে টাকা বিনিয়োগ করে যেকোন সাধারণ ব্যক্তি ৬০ বছরের পরে প্রতি মাসে মাসে পেনশনের সুবিধা নিতে পারবেন। ১৮ থেকে ৪০ বছরের যেকোনো যেকোনো ভারতীয় নাগরিক যাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় না তারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন।
প্রতিমাসে কিভাবে ৩ হাজার টাকা পেনশন পাবেন
অটল পেনশন যোজনা স্কিম থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়ার জন্য আপনাকে ৬০ বছর বয়স অবধি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে জমা করতে হবে এরপর ৬০ বছর পূর্ণ হলেই আপনি প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন। নিচে আপনার বয়স অনুযায়ী প্রত্যেক মাসে বা প্রতি বছরে বা প্রত্যেক কোয়ার্টারে কত টাকা করে জমা করলে ৩ হাজার টাকা পেনশন পাবেন সেটি ছকের মধ্য দেওয়া হয়েছে।
অ্যাকাউন্ট খোলার বয়স | মাসিক কিস্তির পরিমাণ | ত্রৈমাসিক কিস্তির পরিমাণ | অর্ধ বার্ষিক কিস্তির পরিমাণ |
---|---|---|---|
১৮ বছর | ১২৬ টাকা | ৩৭৬ টাকা | ৭৪৪ টাকা |
১৯ বছর | ১৩৮ টাকা | ৪১১ টাকা | ৮১৪ টাকা |
২০ বছর | ১৫০ টাকা | ৪৪৭ টাকা | ৮৮৫ টাকা |
২১ বছর | ১৬২ টাকা | ৪৮৩ টাকা | ৯৫৬ টাকা |
২২ বছর | ১৭৭ টাকা | ৫২৭ টাকা | ১০৪৬ টাকা |
২৩ বছর | ১৯২ টাকা | ৫৭২ টাকা | ১১৩৩ টাকা |
২৪ বছর | ২০৮ টাকা | ৬২০ টাকা | ১২২৮ টাকা |
২৫ বছর | ২২৬ টাকা | ৬৭৪ টাকা | ১৩৩৪ টাকা |
২৬ বছর | ২৪৬ টাকা | ৭৩৩ টাকা | ১৪৫২ টাকা |
২৭ বছর | ২৬৮ টাকা | ৭৯৯ টাকা | ১৫৮২ টাকা |
২৮ বছর | ২৯২ টাকা | ৮৭০ টাকা | ১৭২৩ টাকা |
২৯ বছর | ৩১৮ টাকা | ৯৪৮ টাকা | ১৮৭৭ টাকা |
৩০ বছর | ৩৪৭ টাকা | ১০৩৪ টাকা | ২০৪৮ টাকা |
৩১ বছর | ৩৭৯ টাকা | ১১২৯ টাকা | ২২৩৭ টাকা |
৩২ বছর | ৪১৪ টাকা | ১২৩৪ টাকা | ২৪৪৩ টাকা |
৩৩ বছর | ৪৫৩ টাকা | ১৩৫০ টাকা | ২৬৭৩ টাকা |
৩৪ বছর | ৪৯৫ টাকা | ১৪৭৫ টাকা | ২৯২১ টাকা |
৩৫ বছর | ৫৪৩ টাকা | ১৬৮১ টাকা | ৩২০৫ টাকা |
৩৬ বছর | ৫৯৪ টাকা | ১৭৭০ টাকা | ৩৫০৬ টাকা |
৩৭ বছর | ৬৫৪ টাকা | ১৯৯৪ টাকা | ৩৮৬০ টাকা |
৩৮ বছর | ৭২০ টাকা | ২১৪৬ টাকা | ৪২৪৯ টাকা |
৩৯ বছর | ৮৯২ টাকা | ২৩৬০ টাকা | ৪৬৭৪ টাকা |
কিভাবে এই পেনশন স্কিমের জন্য আবেদন করবেন
কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন আপনি আপনার ব্যাংক থেকেই করতে পারবেন। দেশের প্রায় সমস্ত ব্যাংকেই এই স্কিমে আবেদন করার সুবিধা রয়েছে। এই স্কিমে আবেদন করার জন্য প্রথমে আপনাকে আপনার ব্যাংক বা ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর সেখান থেকে এই স্কিমে আবেদন করার ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেই আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আপনার ব্যাংকে জমা করতে হবে তাহলে এই স্কিমে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। এরপর আপনার ব্যাংক থেকে ৬০ বছর বয়স অবধি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে মাসে বা প্রত্যেক বছর বা প্রত্যেক ৪ মাস ছাড়া কাটা হবে। এরপর ৬০ বছর বয়স হলেই আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পেতে পারবেন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇