শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

ভুল করেও পোস্ট অফিসে টাকা রাখবেন না! পোস্ট অফিসে টাকা রাখার আগে অবশ্যই দেখুন

Updated on:

পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যে স্কিমগুলো সম্পর্কে প্রত্যেকেই কম বেশি জানে। পোস্ট অফিসের এই স্কিনগুলোতে গ্রাহকরা ভালো রিটার্ন পেয়ে থাকে। এছাড়াও পোস্ট অফিসে টাকা রাখার অনেক সুবিধা রয়েছে। যেকোনো কাজ বা কোন জিনিসের যেরকম সুবিধা রয়েছে সেরকম কিন্তু অসুবিধাও রয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসে টাকা রাখায় সুবিরাগুলির সঙ্গে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পোস্ট অফিসে টাকা রাখার সুবিধা সমূহ

পোস্ট অফিসে টাকা রাখার একটি নয় একাধিক সুবিধা রয়েছে সেই সুবিধা গুলি নিচে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে।

  • ব্যাংক বা অন্যান্য জায়গায় টাকা রাখার তুলনায় পোস্ট অফিসে টাকা রাখা সবচেয়ে নিরাপদ কারণ পোস্ট অফিসকে পরিচালনা করে ভারত সরকার।
  • পোস্ট অফিসে আর্থিক জালিয়াতের সম্ভাবনা অনেকটা কম থাকে।
  • ব্যাংকের সেভিংস একাউন্ট ফিক্সড ডিপোজিটের তুলনায় পোস্ট অফিসের সেভিংস একাউন্ট, ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাওয়া যায়।
  • এছাড়াও পোস্ট অফিসে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের জন্য একাধিক স্কিম রয়েছে।
  • গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্রই রয়েছে পোস্ট অফিস শাখা, ফলে টাকা লেনদেন করার জন্য বেশি দূর যেতে হবে না।

আরোও পড়ুন » Post Office Minimum Deposit: পোস্ট অফিসের স্কিমে সর্বনিম্ন কত টাকা জমা রাখতে হবে, ন্যূনতম ব্যালেন্স না রাখলে কি হবে

পোস্ট অফিসে টাকা রাখার অসুবিধা সমূহ

পোস্ট অফিসে টাকা রাখার যেরকম সুবিধা রয়েছে সেরকমই পোস্ট অফিসে টাকা রাখার অনেক অসুবিধাও রয়েছে।

  • প্রথমত পোস্ট অফিসে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব সীমিত ভাবেই করা হয়।
  • এছাড়াও অনেক সময় দেখা যায় গ্রামীণ পোস্ট অফিস গুলিতে সবসময় নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে না ফলে টাকা তোলার সময় অনেক অসুবিধা হয়। কিন্তু আপনার যদি সব পোস্ট অফিসে একাউন্ট থেকে থাকে তাহলে সেখানে আপনি অনায়াসেই একসঙ্গে অধিক টাকা লেনদেন করতে পারবেন।
  • পোস্ট অফিসে অনেক সময় লিংক না থাকার অসুবিধা দেখা যায়।
  • এছাড়াও পোস্ট অফিস ছোট্ট একটি কোন রুমের মধ্যে হয় ফলে লোকের আনাগোনা একটু বেশি হলেই ভিড় জমতে শুরু করে।
  • সরকারের নিয়ম অনুযায়ী গ্রামীণ পোস্ট অফিস গুলিতে তিনজন কর্মচারী থাকতে হবে কিন্তু অনেক পোস্ট অফিসে দেখা যায় নির্দিষ্ট সংখ্যা কর্মচারী থাকেন না।

উপরোক্ত সুবিধা অসুবিধা গুলো বিচার করলে দেখা যায়, পোস্ট অফিসে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারে, মেনটেনেন্স সমস্যা রয়েছে বাকি নিরাপত্তার দিক দিয়ে পোস্ট অফিস ব্যাংকের তুলনায় লাখ গুন সেরা।

অবশ্যই পড়ুন » Post Office Rules: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৪! টাকা রাখার আগে অবশ্যই জেনে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

Leave a Comment