Income Tax Return (ITR): যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে এখন ট্যাক্স রিফান্ড পাওয়ার অপেক্ষা করছেন, তাদের জন্য একটি ভালো খবর রয়েছে। টাকা ফেরতের পরক্রিয়া এখন শুরু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। তবে, আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে যদি দেরি হয়ে থাকে, তাহলে সরকার আপনাকে সুদ দেবে। কতো টাকা পর্যন্ত সুদ পাবেন? এবং এর জন্য কি করতে হবে? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে দেরি হলে সুদ দেবে সরকার
আয়কর রিটার্ন দাখিল করার পর এখন অনেকেই রিফান্ড পাওয়ার অপেক্ষা করছেন। তবে, আপনি যদি দেরিতে ফেরত পান, তবুও চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি সঠিকভাবে এবং নির্ধারিত তারিখের মধ্যে ITR ফাইল করেছেন, তাহলে সুদ সমিত টাকা ফেরত পাবেন। কারণ, ইনকাম ট্যাক্স রিফান্ড ইস্যু করতে দেরি হলে সরকার করদাতাদের সেই ট্যাক্সের টাকার উপর বিলম্বিত ট্যাক্স রিফান্ড এর সুদ প্রদান করে।
তবে, এরও কিছু নিয়ম রয়েছে। আপনি যে টাকা রিফান্ড পাবেন, তার পরিমাণ যদি আপনার মোট ট্যাক্সের ১০ শতাংশের কম হয় তাহলে সুদ পাবেন না। এর থেকে বেশি হলে সরকার ওই টাকার উপর প্রতিমাসে ০.৫ শতাংশ অর্থাৎ বার্ষিক ৬ শতাংশ সুদ দেয়। এই সুদের টাকা আপনাকে ১ এপ্রিল থেকে ফেরত প্রাপ্তির তারিখ পর্যন্ত দেওয়া হয়।
অবশ্যই পড়ুন » New Income Tax Regime: বাজেট ২০২৪ অনুযায়ী নতুন আয়কর কাঠামো! কি পরিবর্তন হয়েছে? কাদের লাভ হবে?
রিফান্ড পেতে দেরি হলে কি করতে হবে?
আয়কর রিটার্ন দাখিল করার সময় কিছু ভুল হয়ে যায়, যার ফলে রিফান্ড পেতে দেরি হয়ে থাকে। আপনারও যদি এমন হয়, তাহলে সবার প্রথম আপনার মেইল চেক করা উচিত। আয়কর বিভাগ যদি আপনাকে ই-মেইল পাঠিয়ে কোনো ভুল সংশোধন করতে বলে, তাহলে সেটি করতে হবে।
আপনি যদি এমন কোনো তথ্য না পেয়ে থাকেন তাহলে আয়কর বিভাগের পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। পদ্ধতি নিম্নরূপ:
- প্রথমে https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html পেজটি খুলুন।
- পেজটি স্ক্রোল করে আপনার প্যান নম্বর এবং অর্থ ফেরতের বছর লিখুন।
- এরপর আপনাকে একটি ক্যাপচার পূরণ করতে হবে।
- এরপর Proceed-এ ক্লিক করলেই স্ট্যাটাস দেখতে পাবেন।
যদি আপনার ফেরতের অনুরোধ প্রত্যাখ্যান না হয়ে থাকে এবং আপনি ফেরত না পান, তাহলে Incometax.gov.in ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে পারেন। তাছাড়া আপনি ইনকাম ট্যাক্স বিভাগের টোল ফ্রি নম্বর 1800-103-4455-এ ছুটির দিন বাদে যেকোনো দিন সকাল ৮ থেকে রাত্রি ৮ টার মধ্যে কল করে অভিযোগ করতে পারেন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে গিয়েও অভিযোগ জানাতে পারেন।
অবশ্যই পড়ুন: 80C Deduction: 80C ধারা কি? কোন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে মেলে 80C ধারার কর ছাড়।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇