শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

মিউচুয়াল ফান্ডে প্রতিমাসে ৫,০০০ টাকার SIP করলে কোটিপতি হতে কতো সময় লাগবে?

Updated on:

Mutual Fund SIP Calculation: বর্তমানে অনেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে। যদিও মিউচুয়াল ফান্ডে ঝুঁকির ভয় থাকে, তবুও মানুষ এখন বেশি রিটার্ন পাওয়ার আশায় এখানে বিনিয়োগ করছে। কারণ, এখানে প্রতিমাসে অল্প পরিমাণ বিনিয়োগ করেও একটি বিরাট তহবিল তৈরি করতে পারবেন। আপনিও যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে জেনে নিন মিউচুয়াল ফান্ডে প্রতিমাসে ৫,০০০ টাকার SIP করলে কোটিপতি হতে কতো সময় লাগবে।

মিউচুয়াল ফান্ড থেক কতো রিটার্ন আশা করা যায়?

শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মিউচুয়াল ফান্ড কোনো নির্দিষ্ট পরিমাণ রিটার্ন দেয় না, এটি বাজার উঠানামার উপর নির্ভর করে। তবে, আপনি যদি একটি ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তাহলে দীর্ঘ্য মেয়াদে ১২ শতাংশ রিটার্ন আশা করতে পারেন। অতীতের রিটার্ন অনুযায়ী অনেকেই এটি অনুমান করে। তবে, এমনও কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলি বার্ষিক ১৫ শতাংশ বা তারও বেশি রিটার্ন দিয়েছে। মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন পাওয়ার জন্য ঝুঁকিও বেশি নিতে হবে। 

৫,০০০ টাকার SIP করলে কোটিপতি হতে কতো সময় লাগবে?

আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশ রিটার্ন পান, তাহলে মাসে ৫,০০০ টাকার SIP করলে কোটিপতি হতে ২৬ বছর সময় লেগে যাবে। ২৬ বছরে আপনার জমা করা টাকার পরিমাণ হবে ১৫,৬০,০০০ টাকা এবং বার্ষিক ১২ শতাংশ রিটার্ন অনুযায়ী সুদ হবে ৯১,৯৫,৫৬০ টাকা। অর্থাৎ আপনি ২৬ বছর পর মোট ১,০৭,৫৫,৫৬০ টাকার মালিক হবেন।

আরও পড়ুন » মিউচুয়াল ফান্ডে ১২,০০০ টাকা জমা করলে কোটিপতি হতে কতো সময় লাগবে? জানুন এখানে।

তবে, আপনি যদি ১৫ শতাংশ রিটার্ন পান, তাহলে আরও কম সময়ে কোটিপতি হতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি প্রতিমাসে ৫,০০০ টাকার SIP করেন তাহলে ২২ বছরেই কোটিপতি হতে পারবেন। ২২ বছরের আপনার জমা করা অর্থের পরিমাণ হবে ১৩,২০,০০০ টাকা এবং বার্ষিক ১৫ শতাংশ রিটার্ন অনুযায়ী সুদ হবে ৯০,৩৩,২৯৫ টাকা। অর্থাৎ আপনি ২২ বছরেই ১,০৩,৫৩,২৯৫ টাকার মালিক হবেন।

এইভাবে আপনি মিউচুয়াল ফান্ডে প্রতিমাসে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করেও কোটিপতি হতে পারবেন। তবে আপনকে ঝুঁকির বিষয়েও খেয়াল রাখতে হবে, নাহলে আপনি কোটিপতি হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত হতেও পারেন। তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করা আবশ্যক।

আরও পড়ুন » Mutual Fund: মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন দেখুন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।