শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

BSNL-কে টক্কর দিতে Jio নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান

Updated on:

BSNL Vs Jio New Recharge Plan: ভারতের অধিকাংশ লোক সস্তায় রিচার্জ করতে বেশি পছন্দ করে। যার কারণে জিও সাধারণ মানুষের কাছে এতো বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তূ যখন সমস্ত টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্লেনের দাম বাড়ানো তখন Reliance Jio-ও পিছিয়ে ছিল না। তাই সাধারণ মানুষ এই সময় সস্তায় রিচার্জ করার জন্য BSNL-এর দিকে যাচ্ছিল। কিন্তূ এবার জিও বিএসএনএল কে টক্কর দিতে একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করলে। এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদন।

Jio-র ৮৯৯ টাকার প্ল্যান

জিওর ৮৯৯ টাকার এই প্ল্যানটি ৯০ দিনের জন্য, মানে তিন মাসের জন্য সুবিধা পাওয়া যায়। যাদের ইন্টারনেটের ব্যবহার বেশি, তাদের জন্য এটি একটি দারুণ অফার। এই প্ল্যানে আপনি প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন, যা মোট ১৮০ জিবি। তবে বিশেষ অফার হিসেবে জিও আরও ২০ জিবি ডেটা দিচ্ছে, মানে ২০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন তিন মাসে। 

আরও একটা বড় সুবিধা হলো, যদি আপনার এলাকায় যদি 5G সেবা উপলব্ধ থাকে, তাহলে এই রিচার্জে আপনি আনলিমিটেড 5G ডেটাও ব্যবহার করতে পারবেন। তার সাথে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাঠানো যাবে। তাই, যারা প্রচুর ডেটা ব্যবহার করেন এবং দীর্ঘ সময়ের জন্য ঝামেলা-মুক্ত সেবা চান, তাদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত।

আরও পড়ুন » Jio Recharge: একই খরচে প্রতিদিন ১ জিবি ডেটার জায়গায় পাবেন ২.৫ জিবি ডেটা! জিও রিচার্জের নতুন কৌশল।

BSNL-এর ৯৯৭ টাকার প্ল্যান

BSNL-এর ৯৯৭ টাকার প্ল্যানটিও বেশ আকর্ষণীয়। এর বৈধতা ১৬০ দিন, অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ মাস। প্রতিদিন ২ জিবি ইন্টারনেট এবং ১০০টি ফ্রি এসএমএসের সুবিধা রয়েছে। এছাড়া, এই প্ল্যানটিতে আপনি আনলিমিটেড কলিংও উপভোগ করতে পারবেন। 

যারা দীর্ঘ সময়ের জন্য একটি রিচার্জ করতে চান এবং প্রতিদিনের কাজে প্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য বিএসএনএলের এই প্ল্যানটি বেশ সুবিধাজনক।

আরও পড়ুন » ব্যাপক চাহিদা! BSNL Sim Card বিক্রি করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করুন, কিভাবে শুরু করবেন জেনে নিন।

কোন প্ল্যানটি আপনার জন্য ভালো?

সংক্ষেপে বলতে গেলে, যদি আপনি প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং 5G সুবিধা চান, তবে জিওর ৮৯৯ টাকার প্ল্যানটি আপনার জন্য ভালো হতে পারে। আর যদি আপনি দীর্ঘ সময়ের জন্য একটি রিচার্জ চান এবং দৈনন্দিন কলিং ও ইন্টারনেটের প্রয়োজন থাকে, তবে বিএসএনএলের ৯৯৭ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।