শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Tax Savings Fixed Deposit: আয়কর থেকে বাঁচাবে ট্যাক্স সেভিংস FD! কোন ব্যাংকে বেশি সুদ পাবেন? দেখুন।

Updated on:

Best Bank for Tax Savings Fixed Deposit: ব্যাংকিং গ্রাহকদের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম হল ফিক্সড ডিপোজিট। মোটা টাকা বিনিয়োগ করতে হলে বহু গ্রাহক ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের উপর ভরসা রাখেন। ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে গ্রাহকরা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করে রাখেন। এই বিনিয়োগের সঙ্গে যুক্ত হয় সুদের টাকা। ফলে ফিক্সড ডিপোজিট স্কিমের লক ইন পিরিয়ড শেষে গ্রাহকরা সুদ সহ মোটা টাকা লাভ করেন।

সম্প্রতি ফিক্সড ডিপোজিট স্কিমের প্রতি গ্রাহকদের আকর্ষণ বৃদ্ধি করতে বেশ কয়েকটি ব্যাংক তাদের সুদের হারে পরিবর্তন করেছে। গতকাল অর্থাৎ ৩১ জুলাই ছিল আয়কর রিটার্নের শেষ তারিখ। কর থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রাহকদের জন্য আবার বিষয়ে একটি FD স্কিম চালু করেছে ব্যাংক। এই স্কিমের নাম ট্যাক্স সেভিংস এফডি। এই স্কিমে কর ছাড়ের ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন এবং কোন ব্যাংক এই স্কিমে কত সুদ দিচ্ছে দেখে নিন।

ট্যাক্স সেভিংস FD-তে কর ছাড়ের সুবিধা

বিভিন্ন ব্যাংকে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট স্কিমে অর্জিত সুদের উপর কর ছাড়ের বিশেষ সুবিধা পাওয়া যায়। ভারতীয় আয়কর আইনের ১৯৬১-এর ধারা ৮০সি ধারার অধীনে এই কর ছাড়ের দাবি জানাতে পারেন গ্রাহকরা। এক্ষেত্রে বছরে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পান গ্রাহক।

কোন ব্যাংক ট্যাক্স সেভিংস FD-তে বেশি ছাড় দেয়?

বর্তমানে ভারতের বেশিরভাগ ব্যাংক বিশেষ এই ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য অবশ্য আরো বেশ কিছুটা সুবিধা রয়েছে। প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের প্রাপ্য সুদের উপর আরো অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান। দেখে নিন কোন ব্যাংকে বর্তমান সুদের হার কত রয়েছে।

আরোও পড়ুন » Fixed Deposit Risk: ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন! ব্যাংক ডুবে গেলে আপনার টাকার কি হবে।

ব্যাংক অফ বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

বর্তমানে দেশের এই চারটি বৃহত্তম ব্যাংক সমান হারে সুদ দিচ্ছে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে। এই চারটি ব্যাংকে সাধারণ গ্রাহকদের জন্য বর্তমান সুদের হার ৬.৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা এর থেকে কিছুটা বেশি পরিমাণ সুদের সুবিধা পাবেন।

Axis, HDFC এবং ICICI ব্যাংক

দেশের এই তিনটি জনপ্রিয় ব্যাংক বর্তমানে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই তিনটি ব্যাংকের অধীনে যদি কোনো গ্রাহক পাঁচ বছর মেয়াদে ট্যাক্স সেভিংস এফডি-তে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করেন, সে ক্ষেত্রে মেয়াদ শেষে সুদ সহ তিনি ২.১২ লাখ টাকা রিটার্ন পাবেন।

কানাড়া ব্যাংক

কানাড়া ব্যাংক বর্তমানে এই ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটের জন্য গ্রাহকের সুদ দিচ্ছে ৬.৭০ শতাংশ। অর্থাৎ এই ব্যাংকে কোন গ্রাহক ১.৫ লাখ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.০৯ লাখ টাকা রিটার্ন পাবেন।

ব্যাংক অফ ইন্ডিয়া

বিশেষ এই ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য বর্তমানে বার্ষিক ৬ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাংক। এক্ষেত্রে কোন গ্রাহক যদি পাঁচ বছরের মেয়াদে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছর পর মেয়াদ উত্তীর্ণ হলে তিনি ২.০২ লাখ টাকা রিটার্ন হিসাবে পাবেন।

ইন্ডিয়ান ব্যাংক

ইন্ডিয়ান ব্যাংকে বর্তমানে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটের সুদের হার রয়েছে ৬.২৫ শতাংশ। ৫ বছরে এই ব্যাংকে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে গ্রাহক ২.০৫ লাখ টাকা রিটার্ন পাবেন।

অবশ্যই পড়ুন » Fixed Deposit Tax: ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে শীঘ্রই করুন এই কাজ! অন্যথায় ট্যাক্স কাটবে সরকার!

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।