শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Union Budget 2024: ২০২৪ এর বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর! নতুন কর কাঠামোয় একাধিক নিয়মে বদল

Updated on:

Benefits of Govt. Employees in the Budget of 2024: ২৩ শে জুলাই ২০২৪ মঙ্গলবার মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন ২০২৪ এর বাজেট প্রকাশ করেছে। এ বাজেট নিয়ে অনেকেই খুশি আবার অনেকেই এই বাজেটে অসন্তুষ্ট রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ২০২৪ এর এই বাজেটের ফলে সরকারি কর্মীদের কতটা কি সুবিধা হল। তারা কি কি ছাড় পাবে সমস্ত কিছু তাই আজকের এই প্রতিবেদনটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত সহকারে পড়ুন। ‌

নতুন আয়কর কাঠামোয় বেতনভোগী কর্মীদের সুবিধা

গত ২৩ শে জুলাই তৃতীয়বার মোদি সরকারের প্রথম বাজেট প্রকাশ করা হয় এবং এই বাজেটে আয় করে স্বস্তি মিলতে চলেছে বেতন ভোগী কর্মীদের। বাজেট পরবর্তী নতুন আয়কর কাঠামো অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা করা হয়েছে যা আগে ছিল মাত্র ৫০ হাজার টাকা। ‌ এর ফলে নির্মলা সীতারামন জানিয়েছেন প্রতিটি অর্থবর্ষে বেতনভোগী কর্মীরা ১৭,৫০০ টাকা আয়কর বাঁচাতে পারেন।

অবশ্যই পড়ুন » বাজেটে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী! কিভাবে আবেদন করবেন জানুন

পাশাপাশি ক্যাপিটাল গেইনসে ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ক্যাপিটেল গেইনসে ছাড়ের সীমা ছিল ১ লাখ টাকা পর্যন্ত কিন্তু এবার সেটা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হয়েছে। কিন্তু এর সাথে একটি খারাপ খবরো রয়েছে। এবার থেকে লং টার্ম ক্যাপিটেল গেইনসে ১২.৫ শতাংশ সুদ দিতে হবে যা আগে ছিল ১০ শতাংশ অর্থাৎ ২.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসে এবার থেকে ১৫ শতাংশ সুদের পরিবর্তে ২০ শতাংশ সুদ দিতে হবে অর্থাৎ মোট ৫ শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে।

বাজেটের ঘোষণা অনুযায়ী নতুন আয়কর কাঠামো

এবারের বাজেটে আয়কর কাঠামোতে সামান্য পরিবর্তন করা হয়েছে। নিচে বাজেট অনুযায়ী নতুন আয়কর কাঠামোর তালিকা দেওয়া হয়েছে।

কার যোগ্য আয় এর পরিমাণআয়কর
৩ লক্ষ টাকা পর্যন্ত0
৩ লক্ষ থেকে ৭ লক্ষপাঁচ শতাংশ
৭ লক্ষ থেকে ১০ লক্ষ১০ শতাংশ
১০ লক্ষ থেকে ১২ লক্ষ১৫ শতাংশ
১২ লক্ষ থেকে ১৫ লক্ষ২০ শতাংশ
১৫ লক্ষের বেশি৩০ শতাংশ

অবশ্যই পড়ুন » New Income Tax Regime: বাজেট ২০২৪ অনুযায়ী নতুন আয়কর কাঠামো! কি পরিবর্তন হয়েছে? কাদের লাভ হবে?

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।