শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bank Holidays In June 2024: জুন মাসে দেশজুড়ে ১০ দিন ব্যাংক বন্ধ! দুর্ভোগ এড়াতে দেখেনিন তালিকা।

Updated on:

Bank Holidays List In June 2024: আপনি যদি প্রতিনিয়ত ব্যাংকে টাকা লেনদেন করেন তাহলে আপনার অবশ্যই জানা দরকার কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে নইলে ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হতে হবে। তাই আপনি যদি আগে ভাগেই জেনে থাকেন এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তাহলে আপনাকে হয়রানির শিকার হবে না।

জুন মাসে ব্যাংক বন্ধের তালিকা

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI তালিকা অনুযায়ী ২০২৪ সালে জুন মাসে কত দিন ব্যাংক বন্ধ থাকবে তার একটি সম্পূর্ণ লিস্টটি দেখে নিন।

অবশ্যই পড়ুন » LPG Gas: এই কাজ না করলে ১ জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে!

জুন মাসে ব্যাংক বন্ধের তালিকা
নংব্যাংক বন্ধের তারিখব্যাংক বন্ধের বারব্যাংক বন্ধের কারন
১)০২/০৬/২০২৪রবিবারঐদিন রবিবার হওয়ার কারণে দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে।
২)০৮/০৬/২০২৪শনিবারজুন মাসের দ্বিতীয় শনিবার এর কারনে দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
৩)০৯/০৬/২০২৪রবিবাররবিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাংকে সাপ্তাহিক ছুটি থাকবে।
৪)১৫/০৬/২০২৪শনিবারYMA দিবস উপলক্ষে মিজোরাম রাজ্যে এবং রাজা সংক্রান্তি উপলক্ষে ওড়িশা রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
৫)১৬/০৬/২০২৪রবিবাররবিবারের জন্য সমগ্র দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি থাকবে।
৬)১৭/০৬/২০২৪সোমবারবকরা ঈদ (Bakra Eid) উপলক্ষে সমস্ত রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে। শুধুমাত্র মিজোরাম, সিকিম এবং অরুণাচল প্রদেশে ব্যাংক খোলা থাকবে।
৭)১৮/০৬/২০২৪মঙ্গলবারঈদ-উল-আযহা (Eid-al-Adha) উপলক্ষে শ্রীনগর এবং জম্মুতে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
৮)২২/০৬/২০২৪শনিবারমার্চ মাসের চতুর্থ শনিবার তাই ঐদিন দেশের সমগ্র ব্যাংক বন্ধ।
৯)২৩/০৬/২০২৪রবিবাররবিবারের কারণে দেশের সকল জায়গার ব্যাংক বন্ধ থাকবে।
১০)৩০/০৬/২০২৪রবিবারযেহেতু এইদিন রবিবার তাই সমস্ত দেশের ব্যাংক বন্ধ থাকবে।
Bank Holidays In June 2024

অবশ্যই পড়ুন » SBI Credit Card: স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে! ১ই জন থেকে পাবেন না ব্যাংকের এই সুবিধা।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।