ITR Refund: আয়কর রিটার্ন দাখিল করার পর থেকে করদাতারা আয়কর ফেরতের অপেক্ষা করছেন। আয়কর দপ্তর আয়কর রিফান্ড এর পক্রিয়ে শুরু করেছে। অনেকেই ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে আয়কর ফেরতও পেয়েছেন। আপনি যদি এখনো না পেয়ে থাকেন, তাহলে চিন্তিত হবার প্রয়োজন নেই। কারণ, আজকের এই প্রতিবেদনে আয়কর ফেরত না পেলে কি করতে হবে, এই বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন।
আয়কর ফেরত না পেলে এই কাজ করুন
ইতিমধ্যেই আয়কর দপ্তর ITR পক্রিয়ায় শুরু করেছে, অনেকেই ফেরতও পেয়েছে। আপনি যদি এখনো ফেরত না পেয়ে থাকেন, তাহলে প্রথমে আপনার ম্যাসেজ ও ইমেইল চেক করে দেখুন। কারণ, আয়কর দপ্তর ITR পক্রিয়া করার সময় কোনো ঘাটতি পেতে করদাতাকে এই বিষয়ে বার্তা পাঠায়। আপনি যদি এই ধরনের কোনো বার্তা না পেয়ে থাকেন, তাহলে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে গিয়ে আপনার ITR স্ট্যাটাস চেক করতে পারেন। তাছাড়া, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর বিবরণ একবার পরীক্ষা করে দেখতে পারেন।
ই-ফাইলিং পোর্টালে স্ট্যাটাস চেক করুন
আপনি আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে গিয়ে আপনার ITR স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে সম্পূর্ন পদ্ধতি উল্লেখ করা হয়েছে –
- প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে যান।
- এরপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এরপর ‘ভিউ রিটার্ন/ফর্ম’ বিকল্পে যান।
- এরপর ‘আয়কর রিটার্ন’ নির্বাচন করুন।
- এরপর স্ট্যাটাস দেখতে স্বীকৃত নম্বরে ক্লিক করুন।
- এরপর আপনি স্ট্যাটাস দেখতে পাবেন।
আপনার আয়কর রিটার্ন নিয়ে কোনো সমস্যা থাকলে এখানে জানতে পারবেন। যদি এখানে ‘প্রসেসড উইথ নো ডিমান্ড নো রিফান্ড’ লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার আয়কর রিটার্ন প্রসেস করা হয়েছে, কিন্তু আপনাকে কোনো রিফান্ড দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন » ITR: ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে দেরি হলে আপনাকে সুদ দেবে সরকার! এর জন্য কি করতে হবে দেখুন।
আয়কর দপ্তরের নোটিশের উত্তর দিন
কিছু ক্ষেত্রে কোনো ITR ফাইলিংয়ে কোনো ত্রুটি থাকায় আয়কর দপ্তর করদাতাদের নোটিশ পাঠিয়ে থাকে। আপনি আপনার ই-মেইল এবং ই-ফাইলিং পোর্টালে চেক করে দেখুন, আপনাকে এই ধরনের কোনো নোটিশ পাঠানো হয়েছে কিনা। যদি নোটিশ পেয়ে থাকেন, তাহলে আপনাকে ধরা ১৪৩(১) এর অধীনে নোটিশের জবাব দিতে হবে।
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করুন
আয়কর রিটার্ন দাখিল করার সময় ভুল ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দেওয়া রিফান্ড না পাওয়ার একটি কারণ হতে পারে। তাই ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ একবার যাচাই করে দেখা উচিত। আয়কর দপ্তর শুধুমাত্র প্রক-প্রমাণিত ব্যাংকেই রিফান্ড এর টাকা পাঠায়। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ITR-এ কিছু ত্রুটির কারণেও রিফান্ড আটকে পড়ে। আপনার সাথেও জসি এরকম হয়ে থেকে, তাহলে আপনাকে ১৯৬১ এর ধারা ১৩৯(৫) এর অধীনে একটি সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।
অবশ্যই পড়ুন » New Income Tax Regime: বাজেট ২০২৪ অনুযায়ী নতুন আয়কর কাঠামো! কি পরিবর্তন হয়েছে? কাদের লাভ হবে?
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇