শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Urgent Loan Without CIBIL: সিবিল স্কোর এবং আয়ের প্রাণ ছাড়াই কিভাবে তৎক্ষণাৎ ঋণ পাবেন? বিস্তারিত জেনে নিন

Updated on:

Urgent Loan Without CIBIL: যেকোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার জন্য সিবিল স্কোর এবং আয়ের প্রাণ প্রয়োজন হয়। যার কারণে অনেকে লোন নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। তবে আজ আমরা এমন একটি লোন সম্পর্কে জানবো যেখানে না তো আপনার সিবিল স্কোর প্রয়োজন হবে, আর না আয়ের প্রাণ লাগবে। শুনতে অবিশ্বাস্য মনে হল স্বর্ণ ঋণ (Gold Loan) নেওয়ার ক্ষেত্রে এটি সম্ভব। 

সিবিল স্কোর এবং আয়ের প্রাণ ছাড়াই লোন পাবেন (Urgent Loan Without CIBIL)

আর্জেন্ট লোন নিতে গেলে যে যে সমস্যা হয়, সেগুলি হলো সিবিল স্কোর এবং আয়ের প্রমানের। তবে, আপনার বাড়িতে যদি সোনা থেকে থাকে তাহলে আপনি সিবিল স্কোর এবং আয়ের প্রাণ ছাড়াই তৎক্ষণাৎ ঋণ (Urgent Loan Without CIBIL) পাবেন। ভারতের বেশিরভাগ ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানেই স্বর্ণ ঋণ এর সুবিধা রয়েছে। এটি একটি সুরক্ষিত ঋণ, যা আপনার কাছে থাকা সোনার বিপরীতে পাবেন। 

সিভিল ছাড়া ঋণ (Urgent Loan Without CIBIL) এর জন্য ব্যাঙ্ক আপনার সোনা বন্ধক রাখে, যার কারণে আপনার ভালো সিবিল স্কোরের প্রয়োজন হয় না, এবং বেতনের স্লিপ বা আয়ের প্রমাণ এরও দরকার পড়ে না। ব্যাক্তিগত ঋণ এর তুলনায় গোল্ড লোন আপনি অনেক কম সুদে পাবেন। কারন, এই ঋণ ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য পুরোপুরি নিরাপদ। গোল্ড লোনের সুদের হার সাধারণত ১০ শতাংশের চেয়েও কম হয়। 

গোল্ড লোনের পরিমাণ (Loan Amount)

আপনি সাধারণত ৫০ লক্ষ টাকা পর্যন্ত গোল্ড লোন নিতে পারেন। এটি নির্ভর করে আপনার কাছে কতো পরিমাণ সোনা আছে, তার উপর। আপনার কাছে থাকা সোনার বর্তমান মূল্যের ৬০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন। বিভিন্ন ব্যাঙ্ক বা NBFC-এর ক্ষেত্রে এর পরিমাণ আলাদা হতে পারে। সাধারণত প্রতি গ্রাম সোনার বিপরীতে ২,০০০ থেকে ৪,০০০ টাকা লোন দিয়ে থাকে।

আরও পড়ুন » Instant Loan App: আপনার কি টাকার প্রয়োজন? কয়েক মিনিটেই এই ৫ টি অ্যাপ থেকে লোন নিতে পারবেন

কিভাবে এই লোন নিতে পারবেন? (How To Get Urgent Loan Without CIBIL)

গোল্ড লোন আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ দ্রুত। এরজন্য আপনাকে আপনার বাড়িতে থাকা সোনা নিয়ে নির্দিষ্ট ব্যাঙ্ক বা NBFC-তে যেতে হবে। এরপর তারা আপনার সোনা পরীক্ষা করবে এবং বাজার মূল্যের ভিত্তিতে আপনাকে তৎক্ষণাৎ ঋণ দেবে। এই লোন পেতে সর্বোচ্চ ১ থেকে ২ দিন সময় লাগে। আপনি এই লোন পরিশোধ করার জন্য ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সময় পাবেন। যেহেতু এখানে আপনার সোনা সুরক্ষিত রাখার দায়িত্ব ব্যাঙ্কের, তাই কোনো বিশ্বস্ত ব্যাঙ্ক থেকেই গোল্ড লোন নেওয়া উচিত।

আরও পড়ুন » Instant Loan: নথিপত্র ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে এই অ্যাপ! বাড়তি বসেই অ্যাকাউন্টে পাবেন টাকা।

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।