SBI FD Rate Of Interest For Senior Citizens: দেশের ব্যাংকগুলি প্রায়ই তাদের স্থায়ী আমানত (FD) পরিকল্পনার সুদের হার পরিবর্তন করে। ভারতের সবচেয়ে বড়ো পাব্লিক সেক্টর ব্যাংক State Bank of India-ও কয়েক মাস আগেই তাদের FD-তে সুদের হার পরিবার্তন করেছে। তবে এই নতুন সুদের হার অনুযায়ী প্রবীণ নাগরিকদের FD-তে কতো সুদ দিচ্ছে স্টেট ব্যাংক? এই নিয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
প্রবীণ নাগরিকরা FD-তে কতো সুদ পাবেন?
সাধারণত State Bank of India সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের জন্য ৫০% বেশি সুদের অফার করে। তবে, কিছু কিছু FD স্কিমে এর চেয়েও বেশি সুদ পেয়ে থাকে প্রবীণ নাগরিকরা। SBI এর বর্তমান সুদের হার অনুযায়ী ৩ কোটি টাকার কম আমানতের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ৪% থেকে ৭.৫০% পর্যন্ত সুদ পায়। আবার ৩ কোটি টাকার বেশি আমানতের এফডিতে ৫.৭৫% থেকে ৭.৫০% সুদ পেয়ে থাকে।
তবে SBI কিছু স্পেশাল FD স্কিম চালু করেছে, যেখানে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৭৫% পর্যন্ত সুদের হার অফার করা হচ্ছে।
স্টেট ব্যাংকের FD-র সুদের হার (SBI FD Interest Rate)
৩ কোটি টাকার কম আমানতের FD-তে সুদের হার (১৫ জুন, ২০২৪ অনুযায়ী)
মেয়াদ | সুদের হার (pa) | |
সাধারণ গ্রাহকদের | প্রবীণ নাগরিকদের | |
৭ থেকে ৪৫ দিন | ৩.৫০% | ৪.০০% |
৪৬ থেকে ১৭৯ দিন | ৫.৫০% | ৬.০০% |
১৮০ থেকে ২১০ দিন | ৬.২৫% | ৬.৭৫% |
২১১ দিন থেকে ১ বছর | ৬.৫০% | ৭.০০% |
১ বছর থেকে ২ বছরের কম | ৬.৮০% | ৭.৩০% |
২ বছর থেকে ৩ বছরের কম | ৭.০০% | ৭.৫০% |
৩ বছর থেকে ৫ বছরের কম | ৬.৭৫% | ৭.২৫% |
৫ থেকে ১০ বছর | ৬.৫০% | ৭.৫০% |
৪০০ দিন (অমৃত কলস) | ৭.১০% | ৭.৬০% |
৪৪৪ দিন (অমৃত বৃষ্টি) | ৭.২৫% | ৭.৭৫% |
আরও পড়ুন » SBI Amrit Vrishti: স্টেট ব্যাংক চালু করলো নতুন স্পেশাল FD স্কিম! বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন দেখুন।
৩ কোটি টাকার বেশি আমানতের FD-তে সুদের হার (১৫ জুন, ২০২৪ অনুযায়ী)
মেয়াদ | সুদের হার (pa) | |
সাধারণ গ্রাহকদের | প্রবীণ নাগরিকদের | |
৭ থেকে ৪৫ দিন | ৫.২৫% | ৫.৭৫% |
৪৬ থেকে ১৭৯ দিন | ৬.২৫% | ৬.৭৫% |
১৮০ থেকে ২১০ দিন | ৬.৬০% | ৭.১০% |
২১১ দিন থেকে ১ বছরের কম | ৬.৭৫% | ৭.২৫% |
১ বছর থেকে ২ বছরের কম | ৭.০০% | ৭.৫০% |
২ বছর থেকে ৩ বছরের কম | ৭.০০% | ৭.৫০% |
৩ বছর থেকে ৫ বছরের কম | ৬.৫০% | ৭.০০% |
৫ বছর এবং ১০ বছর পর্যন্ত | ৬.২৪% | ৬.৭৫% |
এছাড়াও SBI-এর আরো বিভিন্ন FD স্কিম রয়েছে, যেমন SBI Green Rupee Term Deposit, Sarvottam, SBI Tax Saver Deposit এবং SBI Wecare Fixed Deposit। যেগুলির বর্তমান সুদের হার আপনি SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇