You can also become a millionaire by keeping money in FD of these 4 banks: দেশের বহু মানুষ নিজের কষ্ট করে উপার্জন করা অর্থ সুরক্ষিত করে রাখতে বিভিন্ন ব্যাংকের FD স্কিমে বিনিয়োগ করে রাখেন। ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করলে একটি নির্দিষ্ট সময়ের মেয়াদে জমা করা টাকার সঙ্গে যুক্ত হয় নির্দিষ্ট সুদের টাকা। ফলে মেয়াদ শেষে সুদ সহ আরো বেশ কিছুটা বেশি টাকা রিটার্ন পান গ্রাহক। বিভিন্ন ব্যাংক ভেদে এই সুদের পরিমাণে কিছুটা তারতম্য দেখা যায়। আপনি যদি ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে বিনিয়োগ করে অনেক বেশি লাভবান হতে চান তবে বেছে নিতে পারেন বিশেষ ৪ টি ব্যাংক। কারণ এই ৪ টি ব্যাংক বর্তমানে দুর্দান্ত রিটার্ন দিচ্ছে।
গত ২ মাসে ভারতের একাধিক পাবলিক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের রেট সংশোধন করেছে। পাবলিক সেক্টরের এই ব্যাংক গুলিতে ভারত সরকারের ৫০ শতাংশ ক্যাপিটাল ও রয়েছে। বর্তমানে ভারতের চারটি জনপ্রিয় ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিমে যে পরিমাণ রিটার্ন দিচ্ছে, তারফলে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। দেখে নিন বর্তমানে এই ৪ টি ব্যাংক কত টাকা সুদ দিচ্ছে।
SBI স্পেশাল FD
ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি বর্তমানে “অমৃত বৃষ্টি” নামে একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এই নতুন স্কিমটি ২০২৪ সালের ১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই FD স্কিমটি থেকে উচ্চ সুদের হারের সুবিধা পাবেন গ্রাহকরা। সাধারণ এবং NRI উভয় গ্রাহকরাই এই স্কিম এর সুবিধা গ্রহণ করতে পারবেন। এই বিশেষ FD তে নিজের টাকা বিনিয়োগ করতে হলে গ্রাহকরা ব্যাঙ্কের শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং YONO চ্যানেলের মাধ্যমে বুক করতে পারবেন।
ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশাল FD
ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সাধারণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম পরিচালনা করছে। এই স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমের উপর এই ব্যাংক বর্তমানে ৭.৩০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা আবার এই স্কিম থেকে মোট।৭.৮০ শতাংশ সুদ পাচ্ছেন। পাশাপাশি সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই ব্যাংক দিচ্ছে ৭.৯৫ শতাংশ সুদ। এই পরিমাণ সুদটি।৬৬৬ দিনের জন্য ২ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের মাধ্যমে পাওয়া যাবে।
আরোও পড়ুন » Fixed Deposit: এখন FD-তেই হবেন মালামাল! এই ৪টি ব্যাংক দিচ্ছে ৯% এরও বেশি সুদ
ব্যাংক অফ বরোদা স্পেশাল FD
ব্যাংক অফ বরোদা অর্থাৎ BOB মনসুন ধামাকা অফারের অধীনে দুটি ফিক্সড ডিপোজিট স্কিম পরিচালনা করে। এই স্কিমের একটিতে ৩৯৯ দিনের জন্য বার্ষিক ৭.২৫ শতাংশ সুদের সুবিধা লাভ করতে পারেন গ্রাহকরা। অন্যদিকে ৩৩৩ দিনের জন্য ৭.১৫ শতাংশ সুদের হারেও গ্রাহকদের ফিক্সড ডিপোজিট করার সুবিধা দেওয়া হয়। ২০২৪-এর ১৫ জুলাই
থেকে এই ব্যাংকের স্কিমটি উপলব্ধ রয়েছে। ৩ কোটি টাকার কম খুচরো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই বিশেষ স্কিমটি।
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার FD
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে ৩৩৩ দিন মেয়াদী ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য বার্ষিক সর্বোচ্চ ৭.৪০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেন অর্থের ৬০ বছরের বেশি বয়সী গ্রাহকরা এই স্কিমের ক্ষেত্রে আবার বার্ষিক ০.৫০ শতাংশ বেশি সুদের হার পেতে পারেন। বিশেষ ক্ষেত্রে আবার সিনিয়র সিটিজেন গ্রাহকরা এই ব্যাংক থেকে ০.৭৫ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন।
অবশ্যই পড়ুন: SBI Amrit Vrishti: স্টেট ব্যাংক চালু করলো নতুন স্পেশাল FD স্কিম! বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন দেখুন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇