August New Rules: আগস্ট মাসের শুরুতেই পরিবর্তন হতে চলেছে আর্থিক সংক্রান্ত একাধিক নিয়ম। যার মধ্যে রয়েছে LPG গ্যাসের দাম, গুগল ম্যাপের চার্জ এবং এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট করার নিয়ম। এই সমস্ত পরিবর্তন এর ফলে প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটে। কি কি পরিবর্তন হবে? এই বিষয় বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি পড়ুন।
আগস্ট মাসে বদলে যাচ্ছে একাধিক নিয়ম
জুলাই মাস প্রায় শেষ হতে এসেছে এবং আর মাত্র ২ পর শুরু হবে আগস্ট। আপনারা হয়তো জানেন যে প্রতিমাসের শুরুতে বিভিন্ন আর্থিক সংক্রান্ত নিয়মের পরিবর্তন হয়। এবারও তাই হবে। পয়লা আগস্ট থেকে বদলে যাচ্ছে LPG গ্যাসের দাম, গুগল ম্যাপের চার্জ এবং ব্যাংকিং সংক্রান্ত কিছু নিয়ম। এই পরিবর্তনের ফলে আপনার পকেটে প্রভাব পড়তে পারে। কি কি পরিবর্তন হবে? এই বিষয়ে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
LPG গ্যাসের দাম
বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে সরকার মাসের শুরুতে LPG গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে। যেমন গত মাসে সরকার ১৯ কেজি বাণিজ্য গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে ছিলেন। কিন্তূ রান্নার গ্যাসের দামে কোন পরিবর্তন করেনি সরকার। তাই অনুমান করা হচ্ছে যে, আগস্ট মাসের শুরুতে LPG গ্যাসের দাম কমাতে পারে সরকার।
HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড
১লা. আগস্ট থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা ভাড়া পরিশোধ করার জন্য MobiKuik, CRED, ,Freecharge এবং Cheq এর মতো অ্যাপ এর ব্যবহার করে তাদের প্রতিটি লেনদেনে ১ শতাংশ পর্যন্ত চার্জ কাটা হবে, যা ৩,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। জ্বালানি লেনদেনের ক্ষেত্রে প্রতি ১৫,০০০ টাকার লেনদেন পর্যন্ত কোন চার্জ কাটা হবে না বলে জানিয়েছেন HDFC ব্যাংক। কিন্তু এর বেশি হলে ১ শতাংশ চার্জ কাটা হবে, যার পরিমাণ প্রতি লেনদেনের ৩,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
আগস্ট মাসে ৯ দিন ব্যাংক বন্ধ
আগস্ট মাসে মোট ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। আপনার যদি ব্যাংকে কোন প্রয়োজনীয় কাজ থাকে তাহলে এই ছুটির দিনগুলি আগে থেকে জানা দরকার। আগস্ট মাসের প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলে মোট ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবং ২৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
আরও পড়ুন: Bank Holiday – আগস্ট মাসে ৯ দিন ব্যাংক বন্ধ! কোন তারিখ গুলিতে ব্যাংক বন্ধ দেখেনিন।
গুগল ম্যাপের চার্জ
১ আগস্ট, ২০২৪ থেকে ভারতে গুগল ম্যাপের পরিষেবাগুলি সস্তা হতে চলেছে। কোম্পানি জানিয়েছেন যে গুগল ম্যাপের পরিষেবার চার্জ ৭০ শতাংশ কমানো হবে। এর ফোনে ভারতীয়দের কাছে গুগল ম্যাপের পরিষেবা ব্যবহার করা সাশ্রয়ী হয়ে উঠবে। শুধু তাই নয়, আগস্ট মাস থেকে গুগল ম্যাপ এর পরিষেবাগুলির জন্য ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে অর্থ প্রদান করা যাবে।
উপসংহার
প্রতি মাসের মতো আগস্ট মাসের শুরুতেও একাধিক আর্থিক সংক্রান্ত নিয়মের পরিবর্তন হতে চলেছে। অনুমান করা হচ্ছে যে এই মাসের শুরুতেই সরকার LPG গ্যাসের দাম কমাবে। আগস্ট থেকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হবে। তাছাড়া, গুগল ম্যাপের চার্জ ৭০ শতাংশ কমবে এবং এতে ভারতীয় রুপিতে অর্থ প্রদান করা যাবে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇