শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SSY Scheme: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিরাট পরিবর্তন! চালু হচ্ছে ২টি নতুন নিয়ম।

Updated on:

ভারতের পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম সুকন্যা সমৃদ্ধি যোজনা। সাম্প্রতিক সময়ে কেন্দ্র সরকার এই প্রকল্পে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। অর্থ মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের দ্বারা প্রকাশিত নতুন সার্কুলারে এই পরিবর্তনগুলির বিস্তারিত উল্লেখ করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। চলুন, দেখে নেওয়া যাক নতুন পরিবর্তনগুলো কী কী এবং এগুলো কিভাবে অ্যাকাউন্টধারীদের করতে পারে।

অভিভাবকত্বের পরিবর্তন

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও কন্যার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ঠাকুর্দা-ঠাকুমা বা দাদু-দিদার অভিভাবকত্ব থাকে এবং আইনি অভিভাবকত্ব না থাকে, তাহলে সেই অ্যাকাউন্টের অভিভাবকত্ব আইনি অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। অর্থাৎ, অ্যাকাউন্টের বৈধ অভিভাবক হিসেবে গ্রাহকের মা-বাবা অথবা আইনি অভিভাবককে নিযুক্ত করা হবে। এই পরিবর্তনের মূল কারণ হলো, অভিভাবকত্বের দায়িত্ব স্পষ্ট করা এবং ভবিষ্যতে কোনো আইনগত জটিলতা এড়ানো।

একাধিক অ্যাকাউন্টের নিয়মাবলী

আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, যদি কোনও পরিবারের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় দুটি বা তার বেশি অ্যাকাউন্ট থাকে, তাহলে সরকার অতিরিক্ত অ্যাকাউন্টগুলোকে আইন ভাঙার মতো হিসেবে গণ্য করবে। ২০১৯ সালে প্রকাশিত নির্দেশিকার ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা অবৈধ অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত হবে। এর মাধ্যমে, প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একটি মাত্র অ্যাকাউন্ট রাখা হবে বলে নিশ্চিত করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: অনলাইনে চেক করুন সুকন্যা সমৃদ্ধি যোজনার স্টেটমেন্ট! কত টাকা জমা হয়েছে দেখে নিন।

সুকন্যা সমৃদ্ধি যোজনার বৈশিষ্ট্য

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেওয়া হয়। এই প্রকল্পটি শুধুমাত্র কন্যা সন্তানের নামে খোলা যায় এবং আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী এটি সম্পূর্ণ ট্যাক্সে ছাড় যুক্ত। প্রতি আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন।

অ্যাকাউন্টটি চালু রাখার জন্য‌ একটি আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা না দিলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। পুনরায় চালু করতে হলে ৫০ টাকা জরিমানা দিয়ে একাউন্ট চালু করতে পারবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে বিনিয়োগের মেয়াদ হল ১৪ বছর এবং মোট মেয়াদ ২১ বছর পর্যন্ত। অর্থাৎ এই স্কিমে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে ১৪ বছর বয়স পর্যন্ত টাকা জমা করতে হবে এবং বাকি বছর গুলোতে আপনার জমা করা টাকার উপরে সুদ পাবেন এবং ২১ বছর পর ম্যাচুরিটিতে সুদ সহ সমস্ত টাকা ফিরে পাবেন। যদি অ্যাকাউন্ট হোল্ডার ২১ বছর বয়স হওয়ার আগে বিয়ে করেন, তাহলে তিনি এই স্কিমটি চালিয়ে নিতে পারবেন না। তবে, উচ্চ শিক্ষা বা বিয়ের জন্য অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।

আরও পড়ুন » বালিকা সমৃদ্ধি যোজনা! কন্যা সন্তান থাকলে প্রতিবছর পাবেন ১০০০ টাকা, কেন্দ্র সরকারের দুর্দান্ত স্কিম

এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।